রংপুরের বিশিষ্ট চামড়া ব্যবসায়ী, প্রবীণ ব্যক্তিত্ব ও সমাজসেবক আলহাজ্ব তফেল উদ্দিন আর নেই। রোববার (৮ আগস্ট) সকাল সাতটার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১০ বছর।
তফেল উদ্দিন রংপুরের নাট্যব্যক্তিত্ব ও সংগঠক এম এ মজিদের বাবা এবং রংপুর প্রেসক্লাবের সদস্য, দৈনিক দাবানলের প্রধান প্রতিবেদক, ঢাকা পোস্ট এর স্টাফ রিপোর্টার সাংবাদিক ফরহাদুজ্জামান ফারুকের দাদা। মৃত্যুকালে তিনি ছয় ছেলে ও তিন মেয়ে সন্তানসহ নাতি-নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর বড় ছেলে আফজাল হোসেন নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও বিশিষ্ট চামড়া ব্যবসায়ী। ছোট ছেলে মাহবুবার রহমান বেলাল ব্যবসায়ী ও ঠিকাদারী পেশায় রয়েছে। বাকি তিন ছেলে শামছুল হক, মশিয়ার রহমান, মোখলেছার রহমান চামড়া ব্যবসায় জড়িত।
তফেল উদ্দিন বিভিন্ন এলাকায় ইসলামী দ্বিন শিক্ষার প্রসারে ও মসজিদ-মাদরাসার উন্নয়নে কাজ করে গেছেন। তিনি দানশীল ও সৎ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
রোববার (৮ আগস্ট) আসরের নামাজের পর শাপলা চত্বর হাজীপাড়া চামড়াপট্টি এলাকার আশরাফিয়া জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে নগরীর নূরপুর কবরস্থানে তাঁর দাফন কার্য সম্পন্ন করা হয়।
এরআগে গত শুক্রবার (৬ আগস্ট) বিকেলে অসুস্থতাজনিত কারণে তাঁকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে তাঁর মৃত্যু হয়।