কিশোরগঞ্জের করিমগঞ্জের জাফরাবাদের মাঝিরকোনায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হওয়ার পর চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেছেন মোঃ জাহেদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তি। বুধবার ( ৪ আগস্ট আগষ্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত ( ৩০ জুলাই) দুপুরে মোঃ জাহেদ মিয়া প্রতিবেশী রিয়াজ উদ্দিন গংদের সাথে ছাগল বাঁধা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিনি গুরুতর আহত হন।
নিহত মোঃ জাহেদ মিয়া করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ মাঝিরকোণা গ্রামের মৃত চানফর আলীর পুত্র।
মামলার বিবরণ পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে প্রতিবেশী রিয়াজ উদ্দিনের সাথে পুর্ব বিরোধ চলে আসছিল। (৩০ জুলাই) দুপুর ২টার দিকে বিরোধের জেরে ছাগল বাঁধাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রিয়াজ উদ্দিন অন্যান্য আসামীদেরকে ডেকে এনে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে জাহেদ মিয়ার উপর আঘাত করে। এ সময় রিয়াজ উদ্দিন একই এলাকার সুরত আলী, হারেছ মিয়া,আব্বাছ আলী, জালাল মিয়া, হেলাল মিয়া,রাজন মিয়া, শরুফা খাতুন, রুবেল মিয়াকে সাথে নিয়ে দেশিয় অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে তাকে গুরুতর আহত করে।
আশঙ্কাজনক অবস্থায় জাহেদকে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর সেখান থেকে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হলে তার অবস্থা আরও অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ৪ আগস্ট বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
জাহেদ মিয়ার হত্যার বিচারের দাবীতে স্থানীয় এলাকাবাসী গতকাল মানববন্ধন করে হত্যার সাথে জড়িতদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবী জানান।
করিমগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (নিঃ) সঞ্জয় দত্ত জানান, জাহেদ আহত হওয়ার পর ঘটনার পরদিন তার স্ত্রী মোছাঃ আকলিমা আক্তার বাদী হয়ে ৯জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছিলেন। এখন মামলায় ৩০২ ধারা যুক্ত করা হবে এবং হত্যা চেষ্টা মামলার বদলে হত্যা মামলা হিসেবে বিবেচিত হবে। এখনও কোনো আসামি গ্রেফতার হয়নি তবে মামলার আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।