বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুরে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধাার করেছে পুলিশ। নিহত যুবকের নাম রাশেদ (১৭) পিতা- তাজুল ইসলাম তাজল। পারিবারীক সূত্র জানায়, শনিবার রাত ৮ টার সময় রাশেদ ঘর থেকে বের হয়ে ঘরে না ফেরায় দুশ্চিন্তায় পড়ে পরিবার। সকালে হরিবল্লবপুর বাগানের পাশে স্থানীয়রা তার লাশ দেখিতে পেয়ে খবর দিলে পরিবার এর লোক জন এসে দেখে রাশেদের গুলিবিদ্ধ লাশ। পুলিশ লাশ উদ্ধার করে। এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ওসি কামরুজ্জামান সিকদারের সাথে আলাপ করলে তিনি জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।