চট্টগ্রামের হাটহাজারীর উপজেলার পাঁচ ইউনিয়নে রোববার গনটিকা কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলার আওতাধীন মির্জাপুর, গুমানমর্দ্দন, নাঙ্গলমোড়া, ছিপাতলী ও উত্তর মার্দাশা এইসব ইউনিয়নে টিকা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম ইমতিয়াজ হোসাইন টিকা কেন্দ্র গুলো পরিদর্শন করেন। পাঁচ ইউনিয়ন তিন হাজার টিকা গ্রহীতাকে টিকা প্রদান করা হয়েছে। গত শনিবার এই উপজেলায় টিকা দান কার্যক্রম শুরু করা হলে ও উল্লিখিত পাঁচ ইউনিয়ন নিয়মিত মাসিক টিকাদান কার্যক্রম থাকায় রোববার এসব ইউনিয়নে টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। টিকার প্রথম ডোজ দেওয়ার এক মাস পর পুনরায় ২য় ডোজ টিকা প্রদান করা হবে বলে জানিয়েছেন টিকাদান কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত স্বাস্হ্য কর্মীরা