পটুয়াখালীর বাউফল উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের জনসাধারনের মাঝে কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এর কাজ শুরু হয়েছে। কার্যক্রম বাস্তবায়নে বাউফল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স গঠিত টিমের পাশাপাশি বাউফল উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হারুন অর রশিদ খানের নেতৃত্বে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা এ কার্যক্রম সহযোগিতা করেছেন। সুত্র জানায় ১৪ আগস্ট থেকে ভ্যাকসিন কার্যক্রম নিয়মিত চলবে।
গতকাল শনবিার সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে স্বস্ব ইউনিয়ন ও বাউফল পৌরসভা কার্যালয় তিনটি করে বুথের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হয়। এ ছাড়াও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়মিত এ কার্যক্রম চলমান রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান- পৌর সভায় ৫শ ও প্রতিটি ইউনিয়নে ৬শ ডোজ করে বরাদ্ধ থাকলেও জনবল সীমাবদ্ধতার কারণে নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নে এ কার্যক্রমের আগামী ৯আগষ্ট দিন ধার্য করা হয়। অপরদিকে স্থানীয় নেত্রীবৃন্ধের অসহযোগিতার কারণে দাশপাড়া, সুর্যমনি, মদনপুরা ও ধুলিয়া ইউনিয়নে কাঙ্খিত ডোজ ভ্যাকসিন দেয়া সম্ভব হয়নি। সরেজমিনে দেখা গেছে নাজিরপুর ও কালাইয়া ইউনিয়নে রেজিষ্ট্রেশন করেও ভ্যাকসিন না পেয়ে অনেক লোক ফেরৎ গেছেন।