নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান পলাশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূল ও মিথ্যা তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুক ও কয়েকটি পত্রিকায় প্রকাশিক সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে কাদরা ইউনিয়নের সচেতন নাগরিক সমাজ ও ইউনিয়নের সর্বত্তরের জনগন।
শনিবার বিকেলে জয়নগর গ্রামে তাহিরপুর উলুম দাখিল মাদরাসার সুপার মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা গোলাম ছাওয়ারের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাশেল হোসেন, আওয়ামী লীগ নেতা শহীদ উল্লাহ চৌধুরী, কাদরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আশ্রাফুল আলম চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, গত ৫আগষ্ট কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের জায়গা জমিন নিয়ে দুই পক্ষে মধ্যে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে। এ সময় চেয়ারম্যান কামরুজ্জামান পলাশ সেনবাগ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে করোনা ভাইরাস সংক্রান্ত একটি বৈঠকে উপস্থিত ছিলেন। ওই ঘটনাটি স্থানীয় আওয়ামী লীগ নেতারা স্থানীয় এমপি মোরশেদ আলমকে অবহিত করলে তিনি এমপি বিষয়টি মিমাংসা করে দেওয়ার জন্য চেয়ারম্যান কামরুজ্জামানকে নির্দেশ দেন। এরপর এমপির নির্দেশে অত্র ইউনিয়নের জনপ্রিয় চেযারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কামরুজ্জামান ঘটনাস্থলে পৌছে উভয়কে শান্ত করার চেষ্টা চালান। কিন্তু উত্তেজির উভয় পক্ষকে তিনি শান্ত করতে না পেরে সেনবাগ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। কিন্তু আগামী নির্বাচনে চেযারম্যান কামরুজ্জামান পলাশের প্রতিদ্ব›িদ্ধ একটি পক্ষ তাকে ওই স্থানে আটক করে রেখেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুক ও কয়েকটি পত্রিকার সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করান। যাহা ডাহা মিথ্যা ও বানোয়াট বলে দাবী করেন তারা।