বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুযায়ী, সদ্যসমাপ্ত ২০২০-২১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৫ দশমিক ৪৭ শতাংশ, যা অঙ্কে দাঁড়িয়েছে ৩০ লাখ ১১ হাজার ৬ কোটি টাকা। উল্লেখ্য, এ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ছিল ৭ দশমিক ৪ শতাংশ। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে তা ১ দশমিক ৯৩ শতাংশ কম অর্জিত হয়েছে। অবশ্য করোনা মহামারির কারণে অর্থ মন্ত্রণালয় পরবর্তী সময়ে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে ৬ দশমিক ১ শতাংশ নির্ধারণ করেছিল। দেখা যাচ্ছে, এ ক্ষেত্রে সংশোধিত লক্ষ্যমাত্রাও অর্জন করা সম্ভব হয়নি। অন্যদিকে ২০১৯-২০ অর্থবছরের চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩ দশমিক ৫১ শতাংশ, যা অঙ্কে ২৭ লাখ ৩৯ হাজার ৩৩ কোটি টাকা হয়েছে। উল্লেখ্য, উল্লিখিত অর্থবছরে সরকারের প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ছিল ৮ দশমিক ২ শতাংশ। এ হিসাবে প্রত্যাশা অনুপাতে জিডিপি প্রবৃদ্ধি অর্ধেকও অর্জিত হয়নি। করোনা মহামারির কারণেই ২০১৯-২০ অর্থবছরে প্রবৃদ্ধি কম হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। সদ্যসমাপ্ত অর্থবছরেও একই কারণে প্রাথমিক হিসাবে কম প্রবৃদ্ধি অর্জনের বিষয়টি দৃশ্যমান হচ্ছে। বস্তুত প্রবৃদ্ধি নির্ভর করে দেশের মোট উৎপাদন ব্যবস্থার ওপর। করোনা মহামারির কারণে দেশের উৎপাদন ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ার ফলেই এমন বাস্তবতার মুখোমুখি হয়েছি আমরা, যা বলার অপেক্ষা রাখে না। স্মরণ করা যেতে পারে, বিশ্বজুড়ে করোনার বিস্তারের পর থেকেই এর অভিঘাতে বিশ্ব অর্থনীতি ও আর্থিক কাঠামোর করুণ পরিণতির ব্যাপারে অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা সতর্কবাণী উচ্চারণ করে আসছিলেন।
করোনার প্রকোপ বিশ্ব অর্থনীতিকে যেমন সংকটে নিমজ্জিত করেছে, তেমনি এর ফলে দেশের অর্থনীতিও যে বিরূপ পরিস্থিতির সম্মুখীন হয়েছে- লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রবৃদ্ধি অর্জিত না হওয়াই এর বড় প্রমাণ। তবে আশার কথা হলো, দেশে করোনার প্রাদুর্ভাবের পর থেকেই সরকার পরিস্থিতি সামাল দেওয়ার উদ্দেশ্যে বাস্তবধর্মী নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে বিভিন্ন খাতে বেশকিছু প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে তা সুষম বণ্টনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত আছে। বলার অপেক্ষা রাখে না, অতীতে আমাদের অর্থনীতি নানামুখী প্রাকৃতিক ও রাজনৈতিক দুর্যোগ অতিক্রম করে এগিয়েছে। দেশের মানুষ কঠোর পরিশ্রম করে অর্থনীতির চাকা সচল রেখেছে। আশা করা যায়, এবারও তারা সব ধরনের প্রতিকূলতা কাটিয়ে উঠতে সক্ষম হবে এবং এর ফলে জিডিপি প্রবৃদ্ধি অর্জনের বিষয়টি ইতিবাচক ধারায় ফিরে আসবে।
আশার কথা, বর্তমানে দেশে এমন একটি বাস্তবতা তৈরি হয়েছে যে, সরকার যদি কিছু নাও করে তাহলেও পাঁচ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে, যাকে ‘অটো পাইলট’ হিসাবে অভিহিত করা চলে। তবে করোনাকালীন ক্ষয়ক্ষতি কাটিয়ে উচ্চ প্রবৃদ্ধির ঘরে পৌঁছতে চাইলে সরকারকে আরও বাস্তবধর্মী উদ্যোগ নিতে হবে। উদ্যোগী না হয়ে কেবল উচ্চাভিলাষী মনোভাব পোষণ করে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়। নানা প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেও গত দুই দশকে আমরা মোটামুটি এগিয়েছি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনকারী জাতি হিসাবে কোনোমতে টিকে থাকাটা আমাদের চাওয়া হতে পারে না। আমাদের প্রত্যাশা হলো মধ্যম আয়ের দেশে পরিণত হয়ে স্বস্তিদায়ক অর্থনীতির মধ্যে বসবাস করা। এ লক্ষ্যে করোনাসৃষ্ট ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার মধ্য দিয়ে সরকার আমাদের স্বপ্ন বাস্তবানে সক্ষম হবে, এটাই প্রত্যাশা।