প্রতিদিন করোনা সংক্রমণ বাড়ছে দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকা। রোগীদের চাপে হাসপাতাল ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। অক্সিজেন ও আইসিইউর হাহাকার চলছে। চলছে লকডাউন। কিন্তু মানুষকে ঘরে আটকে রাখা সম্ভব হচ্ছে না। নানা ছুতোয় তারা ঘরের বাইরে বেরিয়ে যাচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নামমাত্র জরিমানা গ্রেফতার করলেও জনগণের মাঝে বাহিরমুখী প্রবণতা কমেনি। অবশ্য এজন্য সরকারের নীতি নির্ধারকদেরও দূরদর্শিতার অভাব রয়েছে। গত ২৮ জুলাই আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দৃঢ়তার সাথে বললেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিল্প কারখানা মালিকদের অনুরোধ রক্ষা করা যাচ্ছে না। তাই শিল্প কারখানা খোলার এখন কোন সম্ভাবনা নেই। অথচ বাস্তবে দেখা গেল ১ আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেওয়া হলো। সারাদেশ থেকে শ্রমিকদের ঢাকামুখী ঢেউয়ের সৃষ্টি হল। গাদাগাদি করে কোনরকম স্বাস্থ্যসুরক্ষা ছাড়াই তারা যে যেভাবে পারল ঢাকায় এল। সেজন্য শুধু মাত্র একদিনের জন্য গণপরিবহন ও লঞ্চ চলাচলের ক্ষেত্রে শিথিলতা ঘোষণা করা হলো। সামগ্রিক অবস্থা দৃষ্টে কথা বলা অযৌক্তিক হবে না যে জনগণকে যথাযথভাবে লকডাউনের সম্পৃক্ত করা সম্ভব হয়নি দূরদর্শিতার অভাবে।
ঈদের পরের চলমান লকডাউন এর মাঝে ১০ আগস্ট পর্যন্ত লকডাউন সম্প্রসারণ করা হলো। আন্তঃমন্ত্রণালয় সভা শেষে জানানো হল ১১ আগস্ট থেকে টিকা না নেবার কারণে পথচারীদের শাস্তির মুখোমুখি হতে হবে। অথচ ৭ আগস্ট থেকে গ্রামের ওয়ার্ড পর্যায়ে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। টিকা গ্রহণকালে কাউকে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। সবাই গায়ে গা ঘেঁষে লাইনে দাঁড়াচ্ছে। তাছাড়া এখন পর্যন্ত দেশের ১৬ কোটি মানুষের মধ্যে ১ কোটি মানুষকে টিকা দেয়া সম্ভব হয়েছে। গণটিকা দানের এক মাসের মধ্যে আরও এক কোটি মানুষ টিকা পাবে। দেশের ১২ কোটি মানুষ টিকা গ্রহণ করার পর টিকা না দেয়ার কারণে শাস্তির মুখোমুখি হবার ঘোষণা সঙ্গত হলেও একেবারে প্রাথমিক অবস্থায় এমন ঘোষণা হাস্যস্পদ নয় কি?
গ্রামের মানুষের টিকা গ্রহণের জন্য স্পট ও নিবন্ধনের শুধু ভোটার আইডি প্রদর্শন করলেই যথেষ্ট কিন্তু নগর-মহানগর অনলাইনে নিবন্ধন করতে হচ্ছে ওটিপি নাম্বার পাবার পরও অনেকে টিকা গ্রহণের সময় সূচি পাচ্ছেন না। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও টিকা গ্রহণের সময়সূচী না পেয়ে অনেকে একাধিকবার নিবন্ধন করেও টিকা গ্রহণ করতে পারেনি। কাজেই এদিকে সংশ্লিষ্টদের মনোযোগী হওয়া উচিত নয় কি?
১১ আগস্ট এরপর থেকে শপিং মল খুলে দেওয়া হবে শুরু হবে রেল চলাচল। অনলাইনে টিকিট পাওয়া যাবে। অন্যদিকে বলা হচ্ছে সীমিত পরিসরে গণপরিবহন চলবে। দূরপাল্লার গণপরিবহনে অর্ধেক আসল রেখে চলাচলের খুব একটা সমস্যা নেই। কিন্তু নগর-মহানগর টাউন সার্ভিসগুলো অর্ধেক আসন খালি রেখে চলে যাত্রীদের গাড়িতে ওঠা খুব ভোগান্তির হয়ে উঠেছে। তা ইতোমধ্যে দেখা গেছে। সে ক্ষেত্রে সীমিত পরিসরে গণপরিবহন চললে সেই ভোগান্তি কোথায় গিয়ে দাঁড়াবে তা কেউ জানে না। জনগণ জোর করে গণপরিবহনের স্বাস্থ্য বিধি ভঙ্গ করতে পারে। কারণ জনগণকে অফিস যেতে হবে, অফিস থেকে ফিরতে হবে। কাজেই সীমিত পরিসরে প্রয়োজন অনুসারে গণপরিবহন চালাতে হবে এদিকে সংশ্লিষ্টরা নজর দেবেন। এখন আর কোনো সিদ্ধান্তহীনতা নয়। অতিকথন বাদ দিয়ে লকডাউন তুলে টিকা আওতায় নিয়ে আসতে হবে পুরো দেশবাসীকে।