নীলফামারীর সৈয়দপুরে টিভিতে লাগানো ডিস লাইনের তার বিকল হয়ে পড়ে। ডিস লাইনের মিস্ত্রী না পাওয়ায় বাড়ীর মালিক বাবু (৩২) নিজেই সেটি মেরামতের চেষ্টা করতে গিয়ে বৈদ্যুতিক শক’র কবলে পড়েন। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এটি ঘটেছে ৬ আগস্ট শুক্রবার রাতে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের রেল ঘুন্টি পাড়ায়। বোতলাগাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন।