চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৯ ইউনিয়ন ১টি পৌরসভা স্বাস্থ্য কমপ্লেক্সসহ মোট১০ টি কেন্দ্রে করোনার গণটিকা প্রদান কার্যক্রম শনিবার শুরু করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএইচও ডাঃ সৈয়দ ইমতিয়াজ হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান ,গতকাল শনিবার ৯ টা হতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরনাগরিক ও ৯ ইউনিয়নের ৯টি কেন্দ্রে প্রতিটি কেন্দ্রে ৬শ জন করে সর্বমোট ৬ হাজার জনকে এই টিকা প্রদান করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে টিকাদান কাজে সহযোগীতা করার জন্য স্বাস্থ্য কর্মী সহ আনসার পুলিশ সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা অংশ নিয়েছে।
এদিকে শনিবার সকালে গণটিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন হাটহাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃশাহিদুল আলম। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃশাহিদুল আলম ও টিএইসও ডাঃ আবু সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ হোসাইন কয়েকটি ইউনিয়ন পরিষদে টিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন।
এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃশাহিদুল আলম জানান,‘’ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন কার্যক্রমে সারাদেশের মত হাটহাজারীতেও পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদান করা হচ্ছে। বয়স্ক, মহিলা ও প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।
এদিকে সরোজমিনে দেখা যায়, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃশামিম, মেখল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃসালাউদ্দীন, এর তত্ত্বাবধানে স্ব- স্ব ইউনিয়ন পরিষদের টিকা দান কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কর্মীরা শনিবার সকাল হতে গণটিকা কার্যক্রম শুরু করেন। প্রতিটি কেন্দ্রে সামাজিক দুরত্ব নিশ্চিত করে টিকাপ্রার্থীদের টিকা গ্রহন করতে দেখা যায়।
ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ শামিম জানান জনগনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমার ইউনিয়নে গন টিকা প্রদান করা হচ্ছে।এই টিকা নিতে যাতে মানুষ আরও আগ্রহী হয় তার জন্য আমরা ইউনিয়নের প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি গিয়ে রেজিস্ট্রেশন করতে সক্ষম হয়েছি। এই গনটিকা করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা সফল হবে।
এইসময় স্থানীয় সাংসদের এপিএস সৈয়দ মন্জুরুল আলম, চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃশামিম, মেখল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃসালাউদ্দীন,
পৌর কাউন্সিল রনজিত কুমার নাথ,মোঃজাফর,মোঃতোফাজ্জল হোসেন ফোরকান, সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পৌরসভা,গড়দুয়ারা,চিকনদন্ডী, ফতেপুর, মেখল,ধলই,দক্ষিন মার্দাশা, বুড়িশ্চর,ফরহাদাবাদ কেন্দ্রে গনটিকাদান কার্যক্রম চলছে। রোববার মির্জাপুর, গুমানমর্দ্দন, নাঙ্গলমোড়া, ছিপাতলী, উত্তর মার্দাশা ইউনিয়নে সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু করা হবে।