পটুয়াখালীর কলাপাড়ার প্রত্যন্ত এলাকায় করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এতে প্রতিটি কেন্দ্রে মানু্ষরে আগ্রহ ও ভীড় পরিলক্ষিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে এ টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকা কেন্দ্র পরিদর্শণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জিএম সরফরাজ। উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার প্রমুখ।
গ্রাম পর্যায়ে টিকা শুরু প্রথম ঘন্টায় শান্তিপূর্নভাবেই টিকাদান চলছে। তবে প্রচুর ভীড় থাকায় সেচ্ছাসেবকদের হিমশিম করতে হচ্ছে। পৃথক সারি করে নারী- পুরুষদের দাড়ানোর ব্যবস্থা করা হলেও তাতে ছিলো না স্বাস্থবিধির বালাই।
স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার জানান, কলাপাড়ার ১২ টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় একযোগে এ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে প্রতি কেন্দ্রে ৬০০ জনকে এ টিকা দেয়া হবে। এজন্য প্রতিটি কেন্দ্রে দুটি করে বুথ খোলা হয়েছে। আইডি কার্ড নিয়ে এসে বয়স্ক, নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে অগ্রাধিকার দিয়ে এ টিকা দেয়া হচ্ছে। এজন্য প্রতিকেন্দ্রে স্বাস্থ্যকর্মীরা ছাড়াও সেচ্ছাসেবকরা কাজ করছেন।