কিশোরগঞ্জের মহিনন্দে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে মহিনন্দ উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলার চেয়ারম্যান মামুন আল মাসুদ খান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসিল্যান্ড সাগুফতা হক, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট জে. এম. ইমরান জি. ওয়াই. এ. কে (তুরস্ক), ভাইস চেয়ারম্যান আবদুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাছুমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাজরীনা তৈয়ব, সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা জেডএ শাহাদাৎ হোসেন, মহিনন্দ ইউপি চেয়ারম্যান মোঃ মনসুর আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, মহিনন্দ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি আমিনুল হক সাদীসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য কর্মী ও পরিদর্শকগণ এবং ভলান্টিয়ারগণ।