গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) ও এর উপসর্গ নিয়ে ৩২ জেলায় ১৪০ জনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম বিভাগে করোনা ও উপসর্গে ৩২ জন মারা গেছেন। এরমধ্যে কুমিল্লার ১৪, চাঁদপুরের ১০ ও চট্টগ্রামের ৮ জন রয়েছেন। রাজশাহী বিভাগে ১২ জন মারা গেছেন।এর মধ্যে রাজশাহীর ৫ জন, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার ২ জন করে, নাটোর, নওগাঁ ও সিরাজগঞ্জের ৩ জন।
এদিকে, খুলনা বিভাগে মারা গেছেন ৩৯ জন। এরমধ্যে খুলনায় ৯, কুষ্টিয়ায় ১০, যশোরে ১০, মেহেরপুরে ৪, চুয়াডাঙ্গায় ৩, নড়াইল, মাগুড়া ও ঝিনাইদহে একজন করে মারা গেছেন। এছাড়া উপসর্গ নিয়ে সাতক্ষীরায় ৫ জনের মৃত্যু হয়েছে।