পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমির বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে পুলিশ।
বনানী থানার ওসি নূরে আযম সংবাদমাধ্যমকে জানান, শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশের পরিদর্শক উদয় কুমার মণ্ডল বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তার জিমির সঙ্গে ২২৫ পিস ইয়াবা পাওয়া গিয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলাটি গোয়েন্দা পুলিশ তদন্ত করবে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় গুলশান থেকে জিমিকে গ্রেপ্তারের পর রাতে গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার হারুন অর রশীদ মাদক আইনে মামলা করার প্রস্তুতির কথা বলেছিলেন।