বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। কাজও শুরু করেছিলেন।
কিন্তু দেশ বিদেশী নানামুখী ষড়যন্ত্রে বারবার বাধার সম্মুখীন হতে হয়েছে তাকে।ষড়যন্ত্রকারীরা যে হত্যার পরিকল্পনা আঁটছে তা নিয়ে সতর্কও করা হয়েছিল বঙ্গবন্ধুকে। কিন্তু হিমালয় সমান হৃদয়ের অধিকারী বঙ্গবন্ধু ঘুনাক্ষরেও তা বিশ্বাস করতে চাননি। কেমন ছিল বঙ্গবন্ধুর শেষ দিনগুলো?
সারাজীবন একটি স্বাধীন দেশের স্বপ্ন দেখেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে স্বপ্ন তিনি বাস্তবায়নও করে গেছেন। অর্জিত সেই স্বাধীন দেশটিকে তিনি গড়ে তুলতে চেয়েছিলেন উন্নত, সমৃদ্ধশালী হিসেবে।