ময়মনসিংহের গফরগাঁওয়ে শুক্রবার (৬ আগস্ট ) সকালে শিবগঞ্জ হুরমত উল্লাহ কলেজ সংলগ্ন মসজিদের পাশে সুতিয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আবদুল আহাদ (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা। সে উপজেলায় যশরা গ্রামের রইছ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ১০ টার দিকে আবদুল আহাদ উপজেলার যশরা ইউনিয়নে শিবগঞ্জ হুরমত উল্লাহ কলেজ সংলগ্ন মসজিদের পাশে সুতিয়া নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায়। একপর্যায়ে সাঁতার না জানা কারণে ¯্রােতের পানিতে সে ডুবে গিয়ে নিখোঁজ হয়।
এ ঘটনা অপর আরেক যুবক দেখে ডাক চিৎকার শুরু করলে
স্থানীয়রা এসে গফরগাঁও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে এক ঘন্টায় খোঁজাখুঁজি করে তার লাশ উদ্ধার করে।
গফরগাঁও থানার কর্মকর্তা ইনচার্জ অনুকূল সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।