চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুরে শুক্রবার গাউসিয়া কমিটির অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সরকারহাট বাজার সংলগ্ন মিতালীর কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। গাউসিয়া কমিটি মির্জাপুর ইউনিয়ন শাখার সভাপতি কাজী সৈয়দ মোহাম্মদ আবু সায়েদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি হাটহাজারী উপজেলা শাখার সভাপতি হারুন সওদাগর। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, সৈয়দ হাবিবউল্লাহ দুলাল, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, রাজনীতিবিদ সৈয়দ আবদুর রব্বার, মির্জাপুর ইউ পি র সাবেক চেয়ারম্যান রহিম উদ্দিন চৌধুরী, মির্জাপুর মিতালীর সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে শাকের উল্লাহ চৌধুরী, মোহাম্মদ ইসমাইল, সমাজকর্মী আবুল কালাম মানিক, আবদুল মোনাফ, হাসানুর রহমান চৌধুরী প্রমূখ। সভায় বক্তারা মানবতার কল্যানের জন্য এই সময়ে অক্সিজেন সেবা কেন্দ্র চালু করাকে একটি যুগোপযোগী পদক্ষেপ বলে উল্লেখ করেন।