কয়েক সপ্তাহ ধরে চলা লকডাউনের মধ্যেই টানা দ্বিতীয় দিন রেকর্ড রোগী শনাক্তের পর অস্ট্রেলিয়ার কর্মকর্তারা সিডনির বাসিন্দাদের কোভিড-১৯ সংক্রমণের আরও ঊর্ধ্বগতি দেখার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। অতি সংক্রামক ডেল্টা ধরনের বিস্তার নিয়ন্ত্রণে হিমশিম খাওয়া নিউ সাউথ ওয়েলসের এ রাজধানীতে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ২৭৯ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে বলে শুক্রবার কর্তৃপক্ষ জানিয়েছে। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল ২৫৯। নতুন একজন নিয়ে এবারের প্রাদুর্ভাবে সিডনিতে মৃতের সংখ্যাও ২২ এ পৌঁছেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। “গত কয়েকদিনের ধারাবাহিকতা, এবং (সংক্রমণের হার) যেদিকে যাচ্ছে, তাতে সামনের কয়েকদিন আমি আরও বেশি রোগী পাওয়ার সম্ভাবনা দেখছি। আমি সবাইকে এর জন্য প্রস্তুত থাকতে বলতে চাই,” সিডনিতে সাংবাদিকদের এমনটাই বলেছেন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার গ্লেডিস বেরেজিক্লিয়ান। রাজ্যটির কর্তৃপক্ষ শুক্রবার সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৯১ কোভিড রোগী শনাক্তের খবর নিশ্চিত করেছে; আগের ২৪ ঘণ্টায় রোগী মিলেছিল ২৬২ জন। শুক্রবার কর্মকর্তারা যার মৃত্যুর খবর দিয়েছেন, তার বয়স ৬০ এর ঘরে। এক স্বাস্থ্যকর্মীর মাধ্যমে তিনি ভাইরাসের সংস্পর্শে আসেন; টিকা না নেওয়া এ নারী সিডনি হাসপাতালে মারা যান। নিউ সাউথ ওয়েলসের হাসপাতালগুলোতে এখন মোট ৩০৪ কোভিড রোগী ভর্তি আছেন বলে জানিয়েছে রয়টার্স। এদের মধ্যে যে ৫০ জন নিবিড় পরিচর্যায় আছেন, তাদের মধ্যে ২২ জনের ভেন্টিলেশন লাগছে। নিউ সাউথ ওয়েলসের পার্শ্ববর্তী রাজ্য ভিক্টোরিয়ায়ও বৃহস্পতিবার রাত থেকে লকডাউন শুরু হয়েছে। এ নিয়ে মহামারী শুরুর পর ষষ্ঠবার রাজ্যটিকে এমন বিধিনিষেধের আওতায় পড়তে হল। ভিক্টোরিয়ার রাজধানী মেলবোর্নে বৃহস্পতিবার রাতে লকডাউনবিরোধী বিক্ষোভও হয়েছে। শুক্রবার রাজ্যটি ২৪ ঘণ্টায় নতুন ৬ জনের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়ার কথা জানিয়েছে। আগের দিন এ সংখ্যা ছিল ৮। কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনেও দৈনিক শনাক্ত কমছে। শুক্রবার শহরটি নতুন ১০ কোভিড রোগী শনাক্ত করার কথা জানিয়েছে। আগের দিন ১৬ জন আক্রান্ত পেয়েছিল তারা। এই হার অব্যাহত থাকলে রোববার থেকে শহরটি পরিকল্পনা অনুযায়ী লকডাউন তুলে নেওয়া যাবে বলে কর্তৃপক্ষ আশা করছে।