চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদ শিশু পরিবার (বালক) এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিক পালন করা হয়েছে। গত বৃহস্পতিবার শিশু পরিবারের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের উপ- তত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর।
“সমাজকল্যাণে বঙ্গবন্ধু” শীর্ষক আয়োজিত আলোচনা অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন, হাটহাজারী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও নিবাসী শিশু মো. রিয়াজ উদ্দিন,সহকারী তত্ত্বাবধায়ক মোঃ মমিনুল হক,অফিস সহকারী মোঃ কামরুল হাসান,সহকারী শিক্ষক মুহাম্মদ হারুনর রশিদ ও মো. আরিফ হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের উপ -তত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর বলেন বঙ্গবন্ধু বাল্যকাল খেকেই অসহায়,দুঃস্থ ও দরিদ্র প্রতিবেশীদের সহায়তা করতেন। সেজন্য তিনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার সুযোগ পেয়েই শিশু পরিবার,আশ্রয় কেন্দ্রসহ নানাবিধ সামাজিক কল্যাণমুলক কমর্কান্ড শুরু করেছিলেন। এর ধারাবাহিকতায় তাঁরই যোগ্য উত্তরসুরী বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবর্তন করেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা,মুক্তিযোদ্ধা সম্মানী ভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি।