কাউখালীতে এক গৃহবধুকে জোরপূর্বক ধর্ষন করার অভিযোগ পাওয়া গেছে। লম্পট ধর্ষককে পুলিশ গ্রেফতার করলেও অপর সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। গৃহবধু গুরুতর অসুস্থ অবস্থায় কাউখালী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় পরে অবস্থার অবনতি ঘটলে পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডুমজুড়ী গ্রামের বাদশা শেখের ছেলে মেহেদি হাসান (২২) ও চরবাশুরী এলাকার আইয়ুব আলীর ছেলে বাদল হোসেন(২০) উপজেলার দক্ষিন বাজার এলাকার আলমগীর হোসেনের মেয়ে ও রফিকুল ইসলামের স্ত্রী আখী আক্তার(১৮) তার গ্রামের বাড়ি চরবাসুরী গ্রামে শশুর বাড়ি যাবার পথে জোরপূর্বক ধর্ষন করে। গৃহবধু আখী আক্তার চরবাসুরী গ্রামে বাড়ির কাছাকাছি পৌছালে লম্পট মেহেদি তাকে কৌশলে চরবাসুরী গ্রামের বাদলের কাঠের একটা নির্মানাধীন ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে এবং তার সহযোগী বাদল ধর্ষনের ভিডিও দৃশ্য মোবাইলে ধারন করে। পুলিশ অভিযোগ পেয়ে রাতেই ধর্ষক মেহেদীকে গ্রেফতার করে। এ ব্যাপারে কাউখালী থানায় একটি নারী ও শিশু নির্যাতন আইনে দুই জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।