পাকুন্দিয়া প্র্রেসক্লাবের সদস্য ও দৈনিক ইত্তেফাকের সাবেক পাকুন্দিয়া উপজেলা সংবাদদাতা শাহজাহান সাজুর পিতা মো. সোহরাব উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকাল ১০টায় (৫ আগষ্ট) কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দীর্ঘ দিন ধরে হাঁপানিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার আছর বাদ জানাজা নামাজ শেষে তাঁর মরদেহ পারিবারিক গোরস্তানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
তাঁর মৃত্যুতে পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি আছাদুজ্জামান খন্দকার গভীর শোক ও শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।