বাসায় রয়েছে ৭ মাসের ফুটফুটে শিশু সন্তান। নিজেও অনেকটা অসুন্থ রয়েছেন। তারপরও সরকারী দাপ্তরিক কাজে ছুটছেন একপ্রান্ত থেকে অন্য প্রান্তে কখনো ভূমি অফিসে আবার কখনো মোবাইল কোর্টে রাস্তায়। কোন সময় গ্রাম এলাকার বিভিন্ন বাজারে ছুটে চলেন। বাল্যবিবাহ প্রতিরোধে দুরের কোন গাঁয়ে ছুটে চলেন কি দিন বা রাত। করোনাকালীন সময়ে নিজের জীবন বাজী রেখে অবিরাম ছুটে চলেছেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ভূপালী সরকার। তিনি যোগদানের পর হতেই পাল্টে গেছে ভূমি অফিসের চিত্র। নামজারি-মিউটেশন-দলিল-দাখিলা করতে হয়রানী সম্পুর্ন রুপে বন্ধ হয়েছে। সরকারী নিয়মে সকল সেবা পাচ্ছে মানুষ। রেকর্ড পরিমানে সরকারী রাজস্ব আদায় হয়েছে এখাত থেকে। যার পরিমান সারা বাংলাদেশের মধ্যে রেকর্ড পরিমাণে। সকল কাজেই রেখেছেন সফলতার স্বাক্ষর। কালীগঞ্জে যোগদানের পর হতে-মোবাইল কোর্টের মাধ্যমে ১২৪ দিনে ২৯১টি মামলায় ৯ লক্ষ ২৩হাজার ৮০০শত টাকা অর্থদন্ডের মাধ্যমে সরকারী কোষাগারে জমা দিয়েছেন। তিনি ১৭ ডিসেম্বর ২০১৯ সালে যোগদান করেন এবং দায়িত্ব গ্রহন করেন ২২ ডিসেম্বর ২০১৯। করোনা কালে নিজের অফিসের কাজ করেন আবার লপডাউনের দায়িত্ব পালন করেন। এ ছাড়া বাল্যবিয়ের কথা শুনা মাত্রই কি দিন বা রাত ছুটে চলেন সে বাড়িতে।