করোনা সংক্রমনের মধ্যে মড়ার উপর খরার ঘা ডেঙ্গু সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে অতীতের সব রেকর্ড ভেঙে ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। চলতি বছর ডেঙ্গুর প্রকোপ বাড়ার খবরের মধ্যে এতদিন পর্যন্ত একদিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দু'শোর নিচে ছিল, গত ১ এপ্রিল তা বেড়ে ২৩৭ জনে উন্নীত হয়েছে, যা একদিনে হাসপাতালে ভর্তির সর্বোচ্চ সংখ্যা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তর বলছে গত ১ এপ্রিল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ২৩৭ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ৪১ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৮ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে আরো ১৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ৮৬২ জন। এর মধ্যে ঢাকাতেই ভর্তি হয়েছেন ৮২৮ জন বাকি ৩৪ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ছাড়া ১ জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৮৯৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২০২০ জন।
স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন রাজধানীর ডেঙ্গু রোগীর ৬৯ শতাংশই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিপরীতে উত্তর সিটি কর্পোরেশনের ৩১ শতাংশ। আমরা জানি ডেঙ্গু সংক্রমণের কারণ এডিস মশা। তাই এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে পারলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শূন্যে নামিয়ে আনা সম্ভব। কিন্তু বাস্তবতা হচ্ছে দুই সিটি করপোরেশন এ মশা মারতে কামান দাগালেও মশা নিয়ন্ত্রণ করতে পারেনি। তবে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম নিজে উদ্যোগী হয়ে এলাকার প্রতিটি বাড়িতে পরিত্যক্ত ডাবের খোসা ও হাই কমোড, এসির জমে থাকা পানি সরাতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে নিজের বাড়ি নিজে পরিস্কার করি শিরোনামে এ অভিযানের কথা অনেকেই জানেন না। প্রয়োজনীয় প্রচারণার অভাবে উদ্যোগটি ভেস্তে যেতে বসেছে।
অন্যদিকে দক্ষিণ সিটি করপোরেশন মেয়র ফজলে নূর তাপস ডেঙ্গু সংক্রান্ত জনসচেতনতায় সেমিনার করে বলেছেন, আগামী দু সপ্তাহের মধ্যে ওয়ার্ড পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গুকে শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। আমরা প্রতি বছর ডেঙ্গু আক্রান্তের সময় এডিস মশা ধ্বংসের নানান কথা বলে থাকি কিন্তু জনগণকে ডেঙ্গু আক্রান্ত থেকে রক্ষা করতে পারিনি। মহামারী করোনা যেমন বয়স্কদের প্রতি বেশি সংক্রমণশীল তেমনি ডেঙ্গু শিশুদের আক্রান্ত করে জীবন-মরণ সমস্যা সৃষ্টি করে। কাজেই ডেঙ্গু প্রতিরোধে দুই সিটি করপোরেশনের শুধু কথায় নয় কাজে প্রমাণ করতে হবে তারা ডেঙ্গু নিয়ন্ত্রণে আন্তরিক।
আর জনগনের উচিত নিজ নিজ বাড়িতে বা পাড়ার যেসব স্থানে এডিস মশার প্রজনন ক্ষেত্র রয়েছে সেগুলোও ধ্বংস করে ফেলে নিজের সুরক্ষা নিজেদের তৈরি করতে হবে। অবশ্য উত্তর সিটি করপোরেশন বাড়ি বা নির্মাণাধীন বাড়িতে অপরিচ্ছন্ন কিছু পেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় শুরু করেছে। আর কেউ তথ্য দিয়ে সহযোগীতা করলে তাকে পুরষ্কার দেয়ার ঘোষণা দিয়েছে। কাজেই আসুন আমরা নিজেরাই সচেতন হই নিজেদের সুরক্ষিত করি। মশার উৎস ধ্বংস করি, ডেঙ্গুমুক্ত দেশ গড়ি।