ঝিনাইদহ কালীগঞ্জে এক কেজি গাঁজা সহ কামরুল (২৫) ও জামাল (২৫) নামে দু’মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ থানা পুলিশ এক অভিযান চালিয়ে উপজেলার নরেন্দ্রপুর গ্রামের একটি আখ ক্ষেত থেকে তাদেরকে আটক করে। এ সময় গাঁজা বিক্রির ওজনের স্কেল সহ গাঁজা উদ্ধার করা হয়। দীর্ঘদিন তারা এলাকায় মাদক বিক্রি করেতো।
কালীগঞ্জ থানার এস আই জাকারিয়া হোসেন জানান, মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তিনি সহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলার নিয়ামতপুর গ্রামের মাঠে এক অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যাবসায়ীরা পালানোর চেষ্টা চালায়। পুলিশ তাদের পিছু ধাওয়া করে পাশ^বর্তী নরেন্দ্রপুর গ্রামের খোকন বিশ^াসের আখ ক্ষেত থেকে ১ কেজি গাঁজা সহ কামরুল ও জামাল হোসেন নামে দুই যুবককে আটক করে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে।