পেঁপে গাছ অজ্ঞাত রোগে আতাংক হয়ে, শেষ পর্যন্ত ক্ষেত নষ্ট করে ফেলছে এলাকার কৃষকরা। আক্রান্ত গাছের পাতা গুলো প্রথম দিকে কুঁকড়ে জড়িয়ে আসছে। আক্রান্ত পাতার শিরাগুলো বের হয়ে আসছে। আক্রান্ত গাছ গুলোর পাতা হলুদ রঙ ধারন করে রোগাক্রান্ত গাছে পরিনত হচ্ছে। তবে, কেন ! বা কি ? কারণে এমন অবস্থা সৃষ্টি হচ্ছে তা নিয়ে কৃষকদের মধ্যে আতঙ্কিত ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। উপেজলার নওদা গ্রামের পেঁপে চাষিদের মধ্যে এমন পরিনতি বেশি সৃষ্টি হয়েছে। গ্রামের অনেক পেঁপে চাষি তাদের জমির পেঁপে গাছ কেঁটে দিয়ে অন্য আবাদের জন্য প্রস্তুতি নিয়েছেন। নওদা গ্রামের যাদের পেঁপে গাছ কেটে অন্যবাদের জন্য তৈরি হয়েছেন তাদো মধ্যে রুবেল হোসেন, আবদুর রব, শহিদুল ইসলাম, বজলুর রহমান, আশাদুল ইসলাম, মাহাবুব রহমান অন্যতম। কৃষকরা জানান, তারা ভালো চাষি আবাদ সর্ম্পেকেও বেশ ভালো ধারনা রাখেন। কিন্তু তাদের গাছ গুলোতে পেঁপে ধরা শুরু হলে গাছ গুলোর পাতা কুঁকড়ে হলুদ হল, এরপর গাছগুলোর পেঁপে পর্যন্ত বড় না হয়ে হলুদ হয়ে যায়। তারা সিদ্ধান্ত নিয়ে গাছ গুলো কেটে দিয়ে অন্য ফসলের আবাদের জন্য জমি তৈরি করেছেন।
উপজেলার নওদা গ্রামের অহিদুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন যাবত পেঁপে আবাদ করে আসছেন। এবছর মাঠে অনেকের পেঁপেক্ষেত অজানা রোগে আক্রান্ত হওয়ায় কেটে দিয়েছে। তারা অন্যবাদের দিকে গেছে। তার নিজেরও প্রায় চার বিঘা জমিতে পেঁপে আবাদ রয়েছে। তারও বেশ কিছু গাছ নষ্ট হয়েছে। তিনি ধারনা করছেন, বীজ বা জাতের সমস্যা অথবা ভাইরাসের কারণে এমনটা হতে পারে। পেপে চাষে সবথেকে বেশি ক্ষতি হয়েছে ঝিনাইদহ মহেশপুর উপজেলায়।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান আলী জানান, উপজেলায় বিভিন্ন ধরনের সবজি উৎপাদন হয়ে থাকে। তার মধ্যে পেঁপে আবাদ হয়েছে প্রায় ৫০ হেক্টর জমিতে। গাছের পাতা কুকড়ে বা জড়িয়ে গেলে ইমীটাফ এবং বোরন ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে। অনেক সময় ভাইরাসের কারণে এমনটা হতে পারে। আগামীকাল সরেজমিন আক্রান্ত ক্ষেত দেখবেন বলে তিনি জানান।