ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষকদের অনেকেই স্নেহ করতেন নিরন্তর রাজপথে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য নিবেদিত থাকাকে কেন্দ্র করে। আর তারই ধারাবাকিতায় স্নেহজ ভাষায় প্রশ্ন করতেন- বলতেন, ‘বলো তো বাংলাদেশের রাজনীতিতে উত্তরাধিকারের রাজনীতির সমাপ্তি ঘটবে কি না?’
উত্তরে অন্যান্য শিক্ষার্থীরা এদিক-সেদিক ঘুরিয়ে পেঁচিয়ে ‘না’ বললেও আমি স্পষ্ট করে এক কথায় উত্তর দিতাম ‘হ্যাঁ’। কারণ আমি খুব ভালো করেই জানতাম যে, জাঁতি খুব নিকটতম সময়ে উত্তরাধিকারের রাজনীতির হাত থেকে মুক্তি পাবো। ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্র অধিকার আন্দোলন জোটের সাধারণ সম্পাদক থাকাকালিন ২০০৫ সালে একবার একটি রাজনৈতিক কর্মসূচীতে এক নেতা তাঁর ছেলেকে এনে পরিচয় করিয়ে দিলেন, বললেন- ‘আমার ছেলেকে কমিটিতে জায়গা করে দিতে হবে।’ তাঁর ছেলে পরে রাঘব বোয়ালে পরিণত হয়েছে ছাত্র রাজনীতির মাঠে। তখন যদিও প্রতিবাদ করেছিলাম, কোন কাজ হয়নি। ১০ বছর পরে এসে দেখেছি- প্রকৃতি প্রতিশোধ নিয়েছে, ছাত্র রাজনীতিতে রাঘব বোয়াল হয়ে যাওয়া সেই উত্তরাধিকারের রাজনীতিক প্রবাসে আবাস পড়ে দেশটাকে দূরে রেখে আছে চরম আরাম আয়েশে। আর আমি, আমরা রয়ে গেছি সেই দেশ-মানুষ-মাটির রাজনীতির জন্য নিবেদিত।
যদিও রাজনীতির উত্তরাধিকারের এই ধারা সারা বিশ্বেই প্রচলিত আছে, কিন্তু বাংলাদেশে বর্তমানে তা অ-নে-ক বেশি। বাংলাদেশের রাজনীতিতে এই রেওয়াজটা দেশের জন্মলগ্ন থেকেই। তার সর্বশেষ প্রমাণ হিসেবে বলতে পারি- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকারী শেখ হাসিনার কথা, একই কথা বলতে পারি রাজনীতি না করেও রাজনৈতিক দলের চেয়ারপার্সন বনে যাওয়া খালেদা জিয়ার কথা, বলতে পারি- রাজনৈতিকভাবে ভয়ংকরতর উত্তরাধিকারের রগচটা রাজনীতিক নিক্সন চৌধুরী, কাদের মির্জা, তারেক রহমান, সাদ এরশাদসহ শতাধিক নেতার কথা। যারা রাজনৈতিকভাবে বাংলাদেশের কোন উপকার করতে না পারলেও সাধারণ মানুষের বুকে ঘুষি, সাধারণ মানুষকে খুনের ভয় আর প্রবাসে বসে বসে সাধারণ মানুষের সাথে প্রবারণা করে যাচ্ছে দিনের পর দিন। অথচ ইতিহাস বলে- কেবল জাতির পিতা বঙ্গবন্ধুর অগাধ দেশপ্রেমের রাজনীতির কারণে তাঁর যে জনপ্রিয়তা তৈরি হয়, তাতে ভর করে শেখ হাসিনা ও তাঁর পরিবার, অন্যদিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেমের প্রীতিময়তায় উত্তরসূরি হিসাবে রাজনীতিতে এসেছেন খালেদা জিয়া।
বাংলাদেশের রাজনীতিতে তৈরি হওয়া অপরাধ-দুর্নীতির রাজনীতিকদের কুরাজনীতি, তাদের উত্তরাধিকারদের আয়েশি-শয়তানি সাধারণ মানুষকে কষ্টের সাগরে ভাসাচ্ছে আর ডোবাচ্ছে। প্রতিনিয়ত তৈরি হচ্ছে ছাত্র-যুব-জনতার মধ্যে দুর্নীতির রাজনৈতিক ইচ্ছে। যে ইচ্ছে দিচ্ছে পুরো দেশটাকে ধ্বংস করে। এভাবে বাংলাদেশের রাজনীতিতে আর কত উত্তরাধিকার নামক কষ্টমানুষের অবির্ভাব ঘটবে? প্রশ্নের মুখোমুখি হয়েছি ছাত্র রাজনীতি করার সময়ই।
বড় দল আওয়ামী লীগ ও বিএনপির তরুণ নেতাদের অনেকেই উত্তরাধিকার হিসাবে রাখছেন যোগ্যতা ও মেধার স্বাক্ষর। নেতাকর্মী ও সাধারণ মানুষের নজর কাড়ছেন। দেশে রাজনীতির অঙ্গনে পূর্বসূরিদের পথেই হাঁটছেন আওয়ামী লীগের নতুন প্রজন্ম। তাদের অনেকেই ইতিবাচক কাজের মধ্য দিয়ে উঠে এসেছেন আলোচনায়। সামলাচ্ছেন দলের পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। অনেকে আবার বড় বড় পদ-পদবিতে থাকলেও পূর্বসূরিদের মতো আলো ছড়াতে পারেননি। আবার অনেকেই আছেন রাজনীতি থেকে দূরে। এদের অনেকেই দাদা-বাবার পথ ধরে রাজনীতিতে এলেও দূরেও সরে গেছেন। স্বামীর পরে রাজনীতিতে এসে গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলানোর নামে অস্থিশীলতার রাজনৈতিক অবস্থান নির্মাণ করেছেন বেশ কয়েকজন প্রয়াত নেতা-এমপির স্ত্রীও। এলাকার মানুষদের সঙ্গে যোগাযোগ না রাখার অভিযোগও রয়েছে কারও কারও বিরুদ্ধে। কেউ কেউ আবার পিতার আদর্শ থেকে সরে অন্য ধারার রাজনীতিতেও যুক্ত হয়েছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার পরিবারের সদস্যরাও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অন্যান্যের সন্তানরাও এ পথে এসেছেন। তাদের অনেকেই কিন্তু ভালো করছেন। তবে প্রজন্মের পর প্রজন্ম যে রাজনীতি করতে হবে তা তো নয়। আর তাছাড়া সবাই যে রাজনীতিতেই থাকবেন তা কিন্তু নয়। তাদের পছন্দের পেশা থাকতেই পারে। তবে ভবিষ্যৎ পরিকল্পনা থেকেই নতুন প্রজন্মের নেতাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। তেমনই একজন নৌ পরিবহণ প্রতিমন্ত্রী ও দিনাজপুর-২ আসনের এমপি খালিদ মাহমুদ চৌধুরী। তার পিতা আবদুর রৌফ চৌধুরী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক, আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং সাবেক এমপি ও প্রতিমন্ত্রী ছিলেন, ছাত্রলীগেই তার রাজনীতির শুরু। তবে একথাও সত্য যে, মওলানা ভাসানীর মত করে, জাতির পিতার মত করে, শেরেবাংলার মত করে, মেজর জিয়াউর রহমানের মত করে, জাতীয় চার নেতার মত করে এমনকি রৌফ চৌধুরীর মত করেও দেশকে ভালোবাসতে পারেন নি তাদের উত্তরসূরীরা, সফলতাও আসেনি জনগনের হৃদয় বিজয়ের মত।
এমনই কয়েকজন উত্তরাধিকারের রাজনীতিকদের মধ্যে আছেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের এমপি মাহবুব আলী। তিনি বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী। তার পিতা আছাদ আলী ছিলেন স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং তৎকালীন পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য। উত্তরাধিকারী হলেও পাননি বাবার মত উদার রাজনৈতিক জীবন, আসেনি তেমন মেধার পরিচয়ও। অন্যদিকে ভূমিমন্ত্রী এবং চট্টগ্রামের সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী। তার বাবা আখতারুজ্জামান চৌধুরী বাবু একজন মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের বিশিষ্ট নেতা ছিলেন। তিনি চারবার সংসদ সদস্য ছিলেন। সাইফুজ্জামান চৌধুরী এলাকার মানুষের কাছে ভীষণ প্রিয়। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ মাস্টারের ছেলে জাহিদ আহসান রাসেল বর্তমানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। রাসেল রাজনীতিতে পরিচ্ছন্ন ব্যক্তি হিসাবে পরিচিত। এলাকার মানুষের জন্যও তিনি অনেক সময় দেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বর্তমানে শিক্ষা উপমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক। নবম জাতীয় সংসদ থেকে টানা তৃতীয়বারের মতো তিনি শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটি এবং জেলা আওয়ামী লীগের সদস্য। তবে বাবার মতো রাজনীতিতে এখনো আলো ছড়াতে পারেননি তরুণ এ নেতা। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী আবদুল জলিলের ছেলে ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের মনোনয়নে বর্তমানে সংসদ সদস্য। জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জনও রাজনীতিতে বাবার মতো দ্যুতি ছড়াতে পারেননি। বাংলাদেশের প্রথম উপ-রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধকালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালনকারী জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের পাঁচ সন্তানের মধ্যে রাজনীতিতে সবচেয়ে আলোচিত ও পরিচিত নাম সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ছিলেন। তার মৃত্যুর পর সৈয়দ নজরুল ইসলামের মেয়ে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি সৈয়দ আশরাফের আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে তিনিও রাজনীতিতে সক্রিয় ছিলেন না। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের পরিবারের সদস্যদের সিমিন হোসেন রিমি রাজনীতিতে সক্রিয়। দশম এবং একাদশ জাতীয় সংসদের এমপি। তবে বর্তমানে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কোনো পদে নেই। বঙ্গবন্ধুর অন্যতম সহচর এম মনসুর আলীর পরিবারের সদস্যদের মধ্যে বর্তমানে সংসদে আছেন তার নাতি তানভীর শাকিল জয়। জয়ের বাবা প্রয়াত নেতা মোহাম্মদ নাসিম। তিনি আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক ছিলেন। মন্ত্রী হিসাবে মোহাম্মদ নাসিম গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয় সামলেছেন দক্ষ হাতে। তার সন্তান শাকিল জয় ২০০৮ সালে নবম জাতীয় সংসদে এমপি নির্বাচিত হয়েছিলেন। এরপর বাবার মৃত্যুর পর আবার তার আসনে এমপি নির্বাচিত হয়েছেন। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জয় এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। তিনি এলাকায় উন্নয়নমূলক কাজ করছেন। দাদা-বাবার মতো নিজ নির্বাচনি এলাকাতে তিনিও জনপ্রিয়। বাংলাদেশের প্রথম সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এএইচএম কামরুজ্জামানের ৬ সন্তানের মধ্যে রাজনীতিতে বেশি সক্রিয় খায়রুজ্জামান লিটন। লিটন প্রায় এক যুগ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। বর্তমানে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তার অন্য ভাইবোনেরা কেউই রাজনীতিতে তেমন সক্রিয় নন। সাবেক রাষ্ট্রপতি ও আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপন বাবার আসন থেকে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পালন করছেন। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের তিন ছেলের মধ্যে রেজওয়ান আহমেদ তৌফিফ কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য। এলাকার মানুষের সঙ্গে তার ভালো যোগাযোগ রয়েছে। মো. আবদুল হামিদের অন্য ছেলেও রাজনীতিতে সক্রিয়। সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের বর্তমান এমপি আবদুল মজিদ মন্ডলের ছেলে আবদুল মমিন মন্ডল (সিআইপি) জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি রাজশাহী বিভাগের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। তরুণ এ নেতা এলাকামুখী। প্রতি সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন তিনি এলাকায় থাকেন। নবীগঞ্জ-বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-১ আসনের এমপি আওয়ামী লীগের গাজী মোহাম্মদ শাহনেওয়াজ (মিলাদ গাজী)। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী সাবেক মন্ত্রী, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর প্রয়াত দেওয়ান ফরিদ গাজীর ছেলে। রাজনীতিতে এখনো বাবার মতো হতে না পারলেও এলাকায় তিনি পরিচ্ছন্ন ব্যক্তি হিসাবে পরিচিত। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুল। তার পিতা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এএফএম ফখরুল ইসলাম মুনশী কুমিল্লা-৪ আসনের সাবেক এমপি এবং উপমন্ত্রী ছিলেন। রাজি মোহাম্মদ ফখরুল প্রতি মাসে একাধিকবার এলাকায় যান। স্বামীর পরে রাজনীতিতে এসেছেন অনেক প্রয়াত নেতার স্ত্রী। স্বামীর পরে এমপি হয়েছেন ওই সংসদীয় এলাকার। অনেকেই আবার দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন-আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বগুড়া আসনের সাবেক এমপি আবদুল মান্নানের স্ত্রী সাহাদারা মান্নান, আওয়ামী লীগের অন্যতম প্রয়াত নেতা সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী সুনামগঞ্জ-২ আসনের এমপি জয়া সেনগুপ্ত এবং মুক্তিযুদ্ধের সংগঠক পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ সদস্য, সংসদ সদস্য ও মন্ত্রী আবদুল মোমিনের স্ত্রী রেবেকা মোমিন। রাজনীতিতে বদনাম না থাকলেও বয়সের কারণে তাদের অনেকেই রাজনীতিতে বেশি সময় দিতে পারেন না। এ ছাড়া আওয়ামী লীগের প্রয়াত নেতা ও সংসদ সদস্য এমন আরও বেশ কয়েকজনের স্ত্রী ও পরিবারের সদস্য সংরক্ষিত আসনের এমপি হিসাবেও দায়িত্ব পালন করছেন। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির দুই ছেলে শেখ ফজলে শামস পরশ ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। পরশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান এবং তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র। তাপস এর আগে ঢাকা-১০ আসনের এমপি ছিলেন। বরিশালের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে সেরনিয়াবাত সাদেক আবদুল্লাহ বরিশাল সিটি করপোরেশনের মেয়র। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ, গণপরিষদের সাবেক সদস্য ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরী। তার বড় ছেলে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর ই আলম চৌধুরী। ছোট ছেলে মজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য। আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জোহা (একেএম শামসুজ্জোহা) আওয়ামী লীগের প্রখ্যাত রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। তার দুই পুত্র সেলিম ওসমান (জাতীয় পার্টি) ও শামীম ওসমান (আওয়ামী লীগ) একাদশ জাতীয় সংসদের নারায়ণগঞ্জ-৫ ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি। তার আরেক সন্তান প্রয়াত নাসিম ওসমানও জাতীয় পার্টি থেকে চারবারের এমপি ছিলেন। বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। তার ছেলে শেখ সারহান নাসের তন্ময় বাগেরহাট-২ আসনের এমপি। আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা-৯ আসনের সাবেক এমপি হাজী মকবুল হোসেনের ছেলে আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল-৬ আসনের এমপি। মুক্তিযুদ্ধের সংগঠক ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ সদস্য ও তৎকালীন ময়মনসিংহ-১৫ ও ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মো. শামসুল হকের ছেলে শরীফ আহমেদ ময়মসিংহ-২ আসনের এমপি। তিনি বর্তমান সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আলতাব হোসেন গোলন্দাজের ছেলে ফাহমী গোলন্দাজ বাবেল ময়মনসিংহ-১০ আসনের এমপি। দিনাজপুরের সাবেক এমপি এম আবদুর রহীমের ছেলে ইকবালুর রহীম একাদশ জাতীয় সংসদে দিনাজপুর-৩ আসনের এমপি। দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান ফিজুর ছেলে শিবলি সাদিক বর্তমানে ওই আসনে আওয়ামী লীগের এমপি। আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম সিরাজগঞ্জ-৪ আসনের এমপি। পাবনার সাবেক সংসদ সদস্য আহমেদ তফিজ উদ্দিনের ছেলে আহমেদ ফিরোজ কবির পাবনা-২ আসনের এমপি। সাবেক সংসদ সদস্য এমএম নজরুল ইসলামের ছেলে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ভোলা-৪ আসনের এমপি। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নের তিনবারের এমপি পানিসম্পদ এবং বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছেন। সাবেক সংসদ সদস্য করিম উদ্দিন আহমেদের ছেলে লালমনিরহাট-২ আসনের এমপি ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। আওয়ামী লীগের সাবেক এমপি এখলাস উদ্দিন আহমদের ছেলে কবিরুল হক নড়াইল-১ আসনের এমপি। সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আবদুস সামাদ আজাদের বড় ছেলে আজিজুস সামাদ ডন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। এ ছাড়া আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, পারভীন জামান কল্পনা, সাঈদ খোকনসহ আরও বেশ কয়েকজন দ্বিতীয় প্রজন্মের নেতা কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন। পাশাপাশি বাবা আওয়ামী লীগের এমপি ছিলেন এমন অনেকেই দলের মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছেন। তাদের অনেকে টিকে থাকলেও অনেকেই আবার পরবর্তীতে মনোনয়ন বঞ্চিতও হয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের সাবেক নেতা ও মন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়াসহ আরও বেশ কয়েকজন আবার পিতার আদর্শ ছেড়ে ভিন্নধারার রাজনীতিতেও যুক্ত হয়েছেন। এভাবে বাংলাদেশের রাজনীতিতে উত্তরাধিকারের রাজনীতির নামে মানুষের ভোগান্তি বাড়াতে তৈরি হচ্ছে ছাত্র-যুব-বাংলাদেশ আওয়ামী লীগ-বিএনপি-জাতীয় পার্টি বা বাংলাদেশ বিরোধী জামায়াতে ইসলামের রাজনীতিক। যারা রাজনীতি করার নামে, মানুষের সাথে কেবল প্রতারণাই করে যাবে বলে আশঙ্কা করছি। যেমন সর্বশেষ বাংলাদেশ আওয়ামী লীগের ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সভাপতি ইদ্রিস হাওলাদারের উত্তরসূরী ছাত্র অধিকার পরিষদের সমন্বয়কারী নূরুল হক। তাদের রাজনীতি মানেই জনগনকে বোকা বানিয়ে, ক্ষমতাসীনদেরকে কখনো মা, কখনো অন্য কোন পরিচয়ের স্বজন বানিয়ে ফায়দা হাসিলের রাস্তায় ব্যবসায়ী হিসেবে ব্যবসা করে যাওয়া। উত্তরণে নতুন প্রজন্মের প্রকৃত প্রতিনিধিরা রাজনৈতিক উত্তরসূরীদেরকে ‘না’ বলবে বাংলাদেশকে ভালোবেসে-বাংলাদেশের মানুষকে ভালোবেসে..