খাগড়াছড়ি জেলার পানছড়িতে সেনা ও বিজিবির যৌথ অভিযানে ইউপিডিএফ এর একজনকে পিস্তল ও গুলিসহ আটক করা হয়েছে।
নিরাপত্তাবাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫ আগস্ট বৃহস্পতিবার পানছড়ির মধুমঙ্গল পাড়ায় সন্ত্রাসীরা চাঁদা আদায় করছে এমন গোপন সংবাদের ভিক্তিতে সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে অভিযান পরিচারনা করে। এ সময় সন্ত্রাসীরা এলোপাতাড়ী গুলি বর্ষণ করতে করতে জঙ্গলে পালিয়ে যায় এবং ১জনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়।
আটককৃত জ্যোতি চাকমা (২১) প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ এর ১ জন সশস্ত্র সন্ত্রাসী। তার কাছ থেকে ১টি পিস্তল ও ২ রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদ বই, ১টি মোবাইল উদ্ধার করা হয়েছে। পানছড়ি থানার অফিসার্স ইনচার্জ মোঃ দুলাল হোসেন থানায় হস্তান্তরের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়ারের প্রক্রিয়া চলছে।