চট্টগ্রামের চন্দনাইশ হাসপাতালে দুইদিন হতে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। চন্দনাইশ হাসপাতালে বেশ কয়েকদিন অক্সিজেন থাকায় কোরানা রোগীরা স্বাস্থ্য সেবায় বিঘœ ঘটেনি। কিন্তু হটাৎ করে গত বুধবার বিকাল হতে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় আইসোলেশনে থাকা করোনা রোগী নিয়ে দিশাহারা হয়ে পড়েছেন স্বজনরা।খাগরিয়া থেকে আসা রোগীর ছেলে এমরান হাসান সিপাত জানান,অক্সিজেন ছাড়া রোগী বাচানো সম্ভব নয়। অনন্য উপায় না দেখে চট্টগ্রাম থেকে ২টি অক্সিজেন সিলিন্ডার ক্রয় করে এনে আমার পিতাকে অক্সিজেন দিচ্ছি। এ ব্যাপারের স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাক্তার শাহীন হোসেন্রে সাথে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করে বলেন,হাসাপাতালে থাকা অক্সিজেন পুড়িয়ে যাওয়ায় সাময়িক সংকট সৃষ্টি হয়েছে। তিনি বলেন ফ্যাক্টরি থেকে অক্সিজেন আনার চেষ্টা চলছে বলে জানান।