প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: ১৫ আগস্ট না ঘটলে বাংলাদেশ আরও আগেই এগিয়ে যেত।
বৃহস্পতিবার শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন এবং শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২১ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, শেখ কামাল সবসময়েই খেলাধুলার পৃষ্টপোষকতা করতেন, সেই পথ ধরে যেন বাংলাদেশ ক্রীড়া, সংস্কৃতি সবক্ষেত্রেই আন্তর্জাতিক অঙ্গণে জায়গা করে নেয়।
তবে শেখ কামালের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হয়। কিন্তু শেখ কামালের ব্যবসা বাণিজ্য বা অর্থ সম্পদের দিকে কোনো নজর ছিলো না। খেলাধূলা ও সংস্কৃতি নিয়ে পড়ে থাকতো। বিলাস জীবনযাপনের দিকে দৃষ্টি ছিলো না বলে স্মৃতিচারণে বলেন প্রধানমন্ত্রী।
শেখ কামাল বেঁচে থাকলে যুব সমাজের জন্য আরও অনেক কিছু করতে পারতেন বলে মনে করেন প্রধানমন্ত্রী ও শেখ কামালের বড় বোন শেখ হাসিনা।