দেশের অন্যান্য স্থানের ন্যায় চট্টগ্রামের চন্দনাইশে ও উপজেলার প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে কেক কেটে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে পরিযদ হলরুমে এক আলোচনা সভা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারি কমিশনার (ভূমি)মাহাফুজা জেরিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী,মেয়র মাহাববুল আলম খোকা,মহিলা ভাইস চেয়ারম্যান এড,কামেলা খানম রুমা, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, আমিন আহমদ রোকন,ডাক্তার আরিফ উদ্দিন, শিক্ষা কর্মকর্তা হাছান আল মামুন সহ বিভিন্ন জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।