চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশস্থ দোহাজারীতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় সড়ক দুর্ঘটনায় হাই-ওয়ে থানার পুলিশ কন্সেটবল মো: রাব্বি(৩৭)নিহত হয়েছে। দোহাজারী বাজার এলাকায় চকরিয়া থেকে আসা মাইক্রো বাস (চট্টমেট্ট্রো -ট-১১-৫২২৫) ধাক্কায় পুলিশ কন্সেটবল মো: রাব্বি ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। পুলিশ মাইক্রোবাসাটি আটক করলেও চালক হেলপার পলাতক রয়েছে। দোহাজারী হাইওয়ে থানার ইনচার্জ আবদুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।