চট্টগ্রামের হাটহাজারীতে গলায় ফাঁস লাগানো অবস্থা মোঃ সবুজ বিশ্বাস (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে ধলই ইউনিয়নের এনায়েতপুরস্হ মনিয়া পুকুর এলাকার জনৈক মো দিদারুল আলম নামে এক ব্যক্তির মার্কেটের ভাড়া বাসার ৩য় তলার ৪নং কক্ষ থেকে মাফলারের সাথে ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। তার ভোটার আইডি কার্ডের ঠিকানা অনুসারে তার জন্ম স্হান খুলনা জেলার তোরোখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের পূর্ব কাটেংগা গ্রামে হলে ও তাদের বর্তমান ঠিকানা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খিলগাঁও সি ব্লাকে। তার পিতার নাম আবদুল হান্নান বিশ্বাস। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশের সুরুত হাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন। এই যুবকের আত্মহত্যা বিস্তারিত কারণ জানা যায়নি।
হাটহাজারী থানার ওসি (তদন্ত) রাজিব শর্মা জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। লাশ উদ্ধার করা হয়েছে। লাশের গলায় ফাঁসের ও বাম চোখে আঘাতের চিহ্ন রয়েছে। দুই সন্তানসহ এক প্রবাসীর স্ত্রী পালিয়ে বিয়ে দ্বিতীয় বিয়ে করেন, অত:পর নিকাহনামা নিবন্ধন না করা নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল। সবকিছু মিলিয়ে মৃত্যুটি রহস্যজনক বলে মনে হচ্ছে। উদ্ধারকৃত লাশ বুধবার ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।