কিশোরগঞ্জের নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল গ্রামের কেনু মিয়ার ছেলে সফিকুল ইসলাম (২৮) ও আসলাম মিয়ার ছেলে জলহু মিয়া (৫০) বুধবার ভোর রাতে ধনু নদীতে মাছ ধরতে গিয়ে ঘটনা স্থলে বজ্রপাতে নিহত হয়েছেন। আহত হয়েছেন, অন্তত ২ জন। এরা হলেন, কাঞ্চন মিয়ার কামরুল মিয়া (৩২) ও সৈয়দ আলীর ছেলে মোতালিব মিয়া (৫০) কে নিকলী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শফিকুল ইসলাম ও জলহু মিয়াকে নিকলী সরকারী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাক্তার নুরুদ্দিন খান মোহাম্মদ জাহাঙ্গীর সাংবাদিকদের নিশ্চিত করেন।