কঠোর লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করার অভিযোগে লক্ষ্মীপুরে বিভিন্নস্থানে ভ্রাম্যমান আদালত ৮ টি অভিযানে ৪৬ টি মামলা দায়ের করে ৪৮ হাজার ৬শত টাকা আদায় করা হয়। মঙ্গলবার দিনব্যাপী জেলার বিভিন্ন উপজেলা শহরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করা হয়।
জানাগেছে ,লকডাউন অমান্য করে বিশেষ প্রয়োজন ব্যতিরেকে প্রাইভেট গাড়ী, মোটর সাইকেল, ব্যাটারী চালিত রিক্সা, সিএনজি চালিত অটো রিক্সা এবং বিনা কারণে রাস্তায় চলাচল ও দোকান খোলা রাখায় মঙ্গলবার দিনব্যাপী ৮ টি অভিযানে ৪৬ টি মামলা দায়ের করে ৪৮ হাজার ৬শত টাকা আদায় করা হয়।
অপরদিকে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয় সদর উপজেলায়ও সেখানে ১৭ ব্যাক্তির বিরুদ্ধে মামলাসহ ২৪ হাজার ৩ শত টাকা জরিমানা আদায় করা হয়। একই ঘটনায় রামগঞ্জ উপজেলায় ১৮ ব্যাক্তির বিরুদ্ধে মামলাসহ ১৭ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কমলনগর উপজেলায় তিন ব্যাক্তির বিরুদ্ধে মামলাসহ ৬ শত টাকা জরিমানা এবং রামগতি উপজেলায় ৮ জনের বিরুদ্ধে মামলাসহ ৬ হাজার ২ শত টাকা জরিমানা করা হয়।
অপরদিকে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ জানান, করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বিনা কারণে কোনো লোকই বাইরে অযথা ঘুরাঘুরি করা দন্ডনীয় অপরাধ। করোনার সংক্রমন ঠেকাতে সবাইকে অবশ্যই স্বাস্থ্য মেনে চলাচল করা বাধ্যতামূলক। মঙ্গলবার দিন ব্যাপি লকডাউন অমান্যকারী বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৮ টি অভিযানে ৪৬ টি মামলা দায়ের করে ৪৮ হাজার ৬শত টাকা আদায় করা হয়। এসব অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজনিন আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মো. মাসুম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ, মুকবুল হোসেন, মো. সহিদুল্যা, অমিত কুমার বিশ্বাস, মনিরা খাতুনসহ অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমুখ।