“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই শ্লোগান কে সামনে রেখে গতকাল মঙ্গলবার সেচ্ছাসেবী সামাজিক সংঘঠন “আশার আলো” এর উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। “আশার আলো” সংঘঠনের সেচ্ছাসেবী কর্মিরা বাজিতপুর বাজারে সচেতনতা মূলক প্রচারপত্র, মাস্ক ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় “আশার আলো” সেচ্ছাসেবী সামাজিক সংঘঠনের কার্য্যক্রম পরিবদর্শন করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেন। তিনি বলেন, করোনা ভাইরাসের মহামারিতে সেচ্ছাসেবকদের সাহসী উদ্যোগ প্রসংসনীয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য ও প্রযুক্তিলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মিয়া মোহাম্মদ সুমন, দলনেতা ও সংঘঠক জুবায়ের আহমেদ, ছাত্রনেতা রিয়াজ আহমেদ, ছাত্রলীগ নেতা মইন উদ্দিন প্রমূখ। সেচ্ছাসেবী সামাজিক সংঘঠন “আশার আলোর” সংঘঠক মিয়া মোহাম্মদ সুমন বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় আমরা সরকারের পাশাপাশি জননিরাপত্তা সেবায় সাধারণ জনগণের পাশে আছি। তিনি বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি দলনেতা জুবায়ের আহমেদ্রে নেতৃত্বে সদস্যদের একটি টিম আমাদের সাথে সার্বিক সহযোগিতা ও সেবা মূলক কাজে সেচ্ছাসেবক হিসাবে কাজ করে যাচ্ছে। আমরা আমাদের কার্যক্রমের মধ্যে করোনা রোগির মৃতদেহের দাফন কার্য সম্পাদন, জীবন রক্ষাকারী অক্সিজেন সরবরাহ করা, নেবুলাইজার, হ্যান্ড স্যানিটাইজার, প্রচারপত্র বিতরণ, মাক্স বিতরণের মাধ্যমে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে তারা হিলচিয়া ইউনিয়নের বারইগ্রামের মূমুর্ষ করোনা রোগি সাধন সূত্রধর (৭০) এর জীবন রক্ষাকারী অক্সিজেন সিলিন্ডার ও লেবুলাইজার সরবরাহ করেছি।