চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে করোনা উপসর্গ নিয়ে সায়মা আরেফীন নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। গতকাল ৩ আগষ্ট মঙ্গলবার ভোর ৬টার সময় চট্টগ্রামস্থ এভারগ্রীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওইদিন বাদে আছর গাউছিয়া কমিটির সদস্যরা নিহতের দাফনকাজ সম্পন্ন করেন। উল্লেখ্য যে এক সপ্তাহ আগে সায়মা আরেফীন একটি ছেলে সন্তান জন্ম দেন তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনুর চাচতো ভাই সুমনের স্ত্রী । এদিকে গত ৬দিনে চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায় করোনা উপসর্গ নিয়ে ৭জনের মৃত্যু হয়েছে।