রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমান খানের স্থাবর-অস্থাবরসহ প্রায় ২'শ কোটি টাকা সম্পদ রয়েছে। অর্থ পাচারের বিষয়টি অনুসন্ধান করা হলেও অবৈধ সম্পদের অভিযোগ আড়াল করে ধরাসাই তদন্তে শীর্ষ এই দুর্নীতিবাজকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। নোটিশে অবৈধভাবে অর্থ অর্জনের কথা উল্লেখ্য করা হয়েছে। কিন্তু দুদক সে বিষয়ে তদন্ত করেছে কি-না তা নিয়ে প্রশ্ন উঠেছে। আতিকুর রহমানের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগও পাওয়া গেছে। শত কোটি টাকার বেশি সম্পদের মালিক হলেও মাত্র ৩৫ লাখ টাকা আয়কর রির্টান দাখিল করেছে। মিডিয়ায় আতিকুর রহমানের ভয়াবহ এসব সম্পদের গোপন তথ্য ফাঁস হওয়ায় সে আমেরিকায় পারি জমানোর চেষ্টা করছে। বনশ্রী এলাকায় নাম প্রকাশ না করা শর্তে আতিকের এক নিকট আত্মীয় জানান তিনি চলতি সপ্তাহের যে কোন সময় দেশত্যাগ করতে পারে।
তার নিকট স্বজনদের বরাদ দিয়ে জানা যায়,আতিকের পাসপোর্টে আমেরিকার মাল্ট্রিপোর্ট ভিসা রয়েছে। গোপনে গত সপ্তাহে তিনি ইউএসএ যাওয়া-আসা ১লাখ ৬০হাজার টাকায় বিমানের টিকেট ক্রয় করেছে।
তার বিরুদ্ধে দুর্নীতির গোপন তথ্য ফাঁস হওয়ায় বিদেশে পারিজমানোর সিদ্ধান্ত নিয়েছে বলে আতিকুরের নিকট আত্মীয়র বরাদ দিয়ে বিষয়টি জানা গেছে। উপসহকারি প্রকৌশলী আতিকের বিরুদ্ধে ২০১৮ সালের ১১ নভেম্বর দুদকের স্বারক নং-০১৬.১৮/৩৭০০৯ তে কমিশন প্রধান কার্যালয়ের উপ-পিরচালক এস এম এম আখতার হামিদ ভূঞা তাঁকে অবৈধভাবে ভর্তি বাণিজ্যের মাধ্যমে অর্থ অর্জনের বিষয়ে বক্তব্য প্রদানের নোটিশ দেয়া হয়। সেই মানিলন্ডারিংএর অভিযোগ নাম মাত্র তদন্ত করে ঘটনাটি নথিভুক্ত করে দুদক।
মিডিয়ায় উঠে আসা তথ্যের বাইরে এই প্রকৌশলীর কালিগঞ্জ এলাকায় রিসোর্ট তৈরীর জন্য প্রায় ১'শ একর জমি ক্রয় করেছে। এ ছাড়া তার শশুর বাড়ি ময়মনসিংহে ৫ একর তার নামে জমি আছে। যার বাজার মূল্য কয়েক কোটি টাকা। দেশের বাইরে আমেরিকায় আতিকের নামে ফ্লাট আছে বলে জানা গেছে। দুদকে অভিযোগ দেয়ার আগে আতিকুর রহমান এনবিআরকে মাত্র ৩৫ লাখ টাকা আয়কর রির্টান দাখিল করেন। কিন্তু বাস্তবে তার স্থাবর-অস্থাবর প্রায় ৩'শ কোটি টাকার বেশি সম্পদ আছে বলে বিভিন্ন তথ্য-সূত্রে জানা যায়।
কিন্তু তার ব্যাংক হিসাবে একশ’কোটি টাকারও বেশি লেনদেন। তাও একটি-দুটি নয়, ৯৭টি ব্যাংক হিসাব পাওয়া গেছে তার। ঢাকায় একাধিক বাড়ি-ফ্ল্যাটের মালিক তিনি, ব্যবহার করেন দামি গাড়িও। স্কুলের ভর্তি বাণিজ্যের মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আতিকুর রহমান খান ২০০৪ সালে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে উপ-সহকারী প্রকৌশলী পদে যোগদান করেন। ২০১৫ সাল থেকে তিনি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। অভিযোগ আছে, ওই শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দেওয়ার পর থেকেই তিনি ‘সোনার হরিণ’ হাতে পেয়েছেন। প্রতিবছর স্কুলের বিভিন্ন শ্রেণিতে অবৈধভাবে ছাত্রছাত্রী ভর্তি করানোর নামে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেন। এসব অর্থ দিয়েই গড়ে তুলেছেন সম্পদের পাহাড়।
দেশের ১৫টি ব্যাংকে আতিকুর রহমান খানের ৯৭টি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। ব্যাংকগুলো হলো, আল আরাফাহ ইসলামি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, ওয়ান ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড। এসব ব্যাংকে ২০০৭ সাল থেকে চলতি বছরের ২৮ মার্চ পর্যন্ত ১১০ কোটি ৬৯ লাখ ৯২ হাজার ৩৯২ টাকা লেনদেন হয়েছে।
আইডিয়াল স্কুলে ভর্তি বাণিজ্যের অর্থ দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। রামপুরার বনশ্রী মসজিদ মার্কেটে বিশ্বাস লাইব্রেরি রয়েছে, আফতাবনগরে বি ব্লকে বিশ্বাস বাজার নামে একটি প্রতিষ্ঠান, একই এলাকার ৫ নম্বর সড়কের ১২ নম্বর প্লটে ভিশন-৭১ নামে একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান, আফতাবনগরে চারটি বাড়ি এবং বনশ্রীতে আরেকটি বাড়ির সন্ধান পাওয়া গেছে। এ ছাড়া বনশ্রী এলাকায় খান ফিলিং অ্যান্ড এলপিজি, আফতাবনগরে ন্যাশনাল ফ্রায়েড কিচেন নামে একটি প্রতিষ্ঠান রয়েছে।
এরমধ্যে আতিকুর রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান, স্ত্রী নাহিদা আক্তার নীপা, বড় ভাই আবদুস সালাম খান, ফজলুর রহমান খান ও শ্বশুর নুরুল ইসলামের নামেও লেনদেনও রয়েছে। আতিকুরের বড় ভাই আবদুস সালাম মতিঝিল আইডিয়াল স্কুলের বাংলা মাধ্যম দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
অনুসন্ধানে জানা গেছে, আতিকুর রহমান খানের মালিকানাধীন ন্যাশনাল ফ্রায়েড চিকেনের নামে সাউথইস্ট ব্যাংকে ২০১৫ সালে একটি হিসাব খোলা হয়। ওই হিসাবে প্রায় সোয়া ২ কোটি টাকা লেনদেন হয়েছে। কিন্তু সরেজমিন আফতাবনগরে সেই প্রতিষ্ঠানের কোনও হদিস পাওয়া যায়নি। এ ছাড়া আতিকুর রহমান খানের মালিকানাধীন এইচ কে খান এন্টারপ্রাইজের নামে প্রাইম ব্যাংকের একটি হিসাবে ৮ কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। খোঁজ নিয়ে ওই প্রতিষ্ঠানের ঠিকানায় বনশ্রীর মসজিদ মার্কেটের বিশ্বাস লাইব্রেরি দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মতিঝিল আইডিয়াল স্কুলে ভর্তি বাণিজ্য করেই বিপুল সম্পদের মালিক হয়েছেন আতিকুর রহমান খান। মতিঝিল আইডিয়াল স্কুলের প্রধান শাখা ছাড়াও মুগদা ও রামপুরায় পৃথক দুটি শাখা রয়েছে। এই স্কুলে বাংলা মাধ্যমে প্রভাতী ও দিবা এবং ইংলিশ ভার্সনে প্রভাতী ও দিবা শাখায় প্রতি বছর অন্তত ৩ থেকে ৪ হাজার শিক্ষার্থী ভর্তি হয়ে থাকে। প্রতিবছরই অর্থের বিনিময়ে এখানে শিক্ষার্থী ভর্তি করানো হয়ে থাকে। অবৈধভাবে শিক্ষার্থী ভর্তি সিন্ডিকেটের অন্যতম সদস্য হলেন এই আতিকুর রহমান খান।
দুদকে তার বিরুদ্ধে অর্থ পাচার অভিযোগের বিষয়ে জানতে গত ১ আগস্ট তার স্বাক্ষাতকার চেয়ে সময় চাইলে আতিকুর রহমান বলেন,আমি ঢাকার বাইরে আছি বনশ্রী এলাকায় ফিরে কথা বলবো। তবে তিনি দিন বা তারিখ দিতে নারাজ। সোমবার বেলা ১২ টায় স্বাক্ষাতের সময় চেয়ে এসএমএস করা হলে তিনি কলব্যাগ করে জানান আমি ঢাকায় ফিরে ফোন দেব। দুদকের উপ-পরিচালক রির্ত্তীক শাহ বলেন,অনেক আগে এ অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে কমিশন। কমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন,তার সম্পদের ফিরিস্তিই বলে দিচ্ছে যে আতিক একজন শীর্ষ দুর্নীতিবাজ। বিষয়টি দুদকের দৃষ্টিতে পড়েছে। এখন তার সম্পদের তদন্ত করবে দুদক। আইডিয়াল স্কুল এ- কলেজের উপ-সহকারি প্রকৌশলী আতিকুর রহমানের বিরুদ্ধে মিডিয়ায় উঠে আসা ভিডিও ফুটেজ গোয়েন্দা সংস্থার হাত আছে। এমন কয়েকজন ব্যক্তিকে নজরদারিতে রাখা হয়েছে বলে ডিবির সূত্রে জানা গেছে।