একনায়ক হিসেবে দেশ শাসনের জন্য নয়, বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লব ঘোষণা করেছিলেন শোষণহীন সমাজ গঠন, জনগণকে রাজনৈতিক নেতৃত্ব প্রদানের উদ্দেশ্যে।
বাকশাল কেন এবং কাদের জন্য সে বিষয়টি বঙ্গবন্ধু তার একাধিক ভাষণে পরিষ্কার করেছিলেন। কিন্তু হত্যাকারীরা, ষড়যন্ত্রকারীরা বিষয়টি নিয়ে যেমন অপপ্রচার চালিয়েছেন তেমনি ভেতরে ভেতরে বঙ্গবন্ধুকে হত্যার সব আয়োজন সম্পন্ন করেছিলেন।
শোষিতের গণতন্ত্র ও শোষণহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই বঙ্গবন্ধু পঁচাত্তরে ঘোষণা করেছিলেন দ্বিতীয় বিপ্লবের। মাত্র কয়েকভাগ মানুষ যেন শতভাগ মানুষকে শোষণ করতে না পারে সেটাই ছিল দ্বিতীয় বিপ্লবের মূল উদ্দেশ্য।