ভৈরব থেকে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানো মানবপাচারকারী চক্ররের ৩সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃতরা হলো উপজেলার সম্ভুপুর গ্রামের মোঃ ইসমাইল মিয়ার পুত্র মোঃ সাইফ মিয়া (২৩), কালিকাপ্রসাদের মৃত শাফী উদ্দিন এর পুত্র মোঃ কামাল মিয়া (৬০) ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর গ্রামের মৃত হামিদ মিয়া পুত্র মোঃ রানা মিয়া (৩০) । সোমবার সন্ধ্যায় এ তথ্য নি:শ্চিত করে র্যাব। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভোক্তভোগী পরিবারের পক্ষ থেকে ভৈরব থানায় মানবপাচার বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিভিন্ন মাধ্যম সূত্রে জানা যায়, ভৈরব থেকে প্রতি সপ্তাহে, মাসে পাড়ি জমাচ্ছে শত শত যুবক। গত এক বছরে ইতালি, ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে কমপক্ষে ৫০০জন সমুদ্র পথে ইতালি পাড়ি জমায়। এই লোভে ছোট বড় ও অপ্রাপ্ত বয়স্করাও ছুটছে এই পথে। বর্তমানে ইউরোপগামী আরো ৩০০ যুবক লিবিয়ার বিভিন্ন শহরে অবস্থান করছে। এরা যেকোন সময় সমুদ্র পথে ইতালি যাওয়ায় অপেক্ষমাণ রয়েছে।
ভৈরব থেকে ঝুকিঁ নিয়ে অবৈধ পথে ইতালি পাড়ি দিতে গিয়ে যেকোন মূহুর্তে ঘটতে পারে বড় ধরণের দূঘর্টনা। উচ্চ স্বপ্ন নিয়ে দালালদের মাধ্যমে বিভিন্ন দেশ হয়ে সমুদ্র পথে পাড়ি জমাচ্ছে ইউরোপে। উপজেলা থেকে প্রতিনিয়ত গোপনে গোপনে যে যার মত করে ঝুকিঁ নিয়ে অবৈধ পথে যাচ্ছে ইউরোপে। যদি কোন ব্যক্তি সমস্যায় পরে বা ঝামেলা হয় তখন তার পরিবার থেকে সমাজ বা এলাকার মানুষ জানতে পারে। নতুবা ইউরোপের কোন দেশে পৌছার পর তার পরিবার থেকে আশেপাশের লোক বা আত্বিস্বজনদেরকে বলা হয়।
জানাযায়,দীর্ঘদিন যাবৎ কিছু অসাধু দালাল ইটালিতে উন্নত জীবনের মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রতিনিয়ত অসহায় বাংলাদেশীদের অবৈধভাবে নৌ-পথ এবং বিভিন্ন মাধ্যমে পাঠিয়ে আসছে। যার ফলে তারা প্রতিনিয়ত মুত্যুসহ বিভিন্ন ধরণের প্রতিকুল পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। এছাড়াও অবৈধ অভিবাসীদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের জিম্মি করে প্রতিনিয়ত মুক্তিপণ দাবী এবং শারীরিক নির্যাতন করে আসছে। এসব ঘটনার প্রেক্ষিতে ভিকটিমদের আত্মীয়স্বজনরা ভৈরব থানায় মানবপাচার বিরোধী আইনে মামলা রুজু করে।
র্যাব জানায় ,মানব পাচার ঘটনার প্রেক্ষিতে র্যাব-১৪ প্রাথমিক পর্যায়ে ওই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করার লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জের ভৈরবের বিভিন্ন স্থানে সোমবার ভোরে অভিযান পরিচালনা করে ওই ঘটনাগুলোর সাথে জড়িত নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর গ্রামের মৃত হামিদ মিয়া পুত্র মোঃ রানা মিয়া (৩০), ভৈরবের সম্ভুপুর গ্রামের মোঃ ইসমাইল মিয়ার পুত্র মোঃ সাইফ মিয়া (২৩) ও কালিকাপ্রসাদের মৃত শাফী উদ্দিন এর পুত্র মোঃ কামাল মিয়া (৬০) সহ ৩ জনকে আটক করা হয় ।
আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা লিবিয়াতে মিথ্যা চাকুরীর প্রলোভন দেখিয়ে নিরিহ মানুষদের কাছ থেকে প্রাথমিক পর্যায়ে ৩-৪ লক্ষ টাকার বিনিময়ে লিবিয়ায় পাঠাতো। পরবর্তীতে বিদেশী মানব পাচার চক্রের সাথে যোগসাজস করে তাদের জিম্মি করে নির্যাতনের ভিডিও পরিবারকে পাঠিয়ে অতিরিক্ত জনপ্রতি ৬-৭ লক্ষ টাকা আদায় করে।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, আমরা মানব পাচারকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছি। তারা আন্তঃজাতিক মানব পাচারকারী চক্রের সদস্য। তারা বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে মানুষকে জিম্মি করে এ কাজ করে।