কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার কমরভোগ থেকে শুরু করে মুমুরদিয়া, চান্দপুর ইউনিয়নের মন্ডলভোগ পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তা গত ৩ বছর ধরে বড় বড় গর্ত ও খানাখন্দ অবস্থায় পড়ে রয়েছে। এ রাস্তা দিয়ে ৩ বছর পূর্বে কমরভোগ থেকে এই ৩ টি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো ছিল। কিন্তু বর্তমানে একটি ঠিকাদার প্রতিষ্ঠান এল,জি,ই,ডি এর মাধ্যমে কাজটি শুরু হলেও রহস্যজনক কারণে বন্ধ হয়ে যাওয়ায় এই এলাকার কয়েক হাজার লোকের যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ৬ কিলোমিটার রাস্তার ভিতরে অন্তত পক্ষে জন যোগাযোগের জন্য দুটি ব্রীজের অবস্থা করুণ বলে এলাকা বাসির অভিযোগ। সোমবার সরেজমিন গেলে এ এলাকার আলাউদ্দিন মিয়া সহ অসংখ্য পথচারি ও গ্রামবাসি এ প্রতিনিধি কে বলেন, গত ৩ বছর আগে একটি ঠিকাদার প্রতিষ্ঠান ভেকু দিয়ে মাটি উঠিয়ে রাস্তা চলাচলের অবস্থা করুণ দশা করেছে। একটু বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে গ্রামবাসিদের চলাচল করতে গিয়ে অনেক দূর্ঘটণায় পড়তে হচ্ছে। এ ছাড়া এই বেহাল রাস্তা দিয়ে চলাচল করে কয়েকজন গ্রামবাসি আহত হয়েছে বলে এলাকাবসি সাংবাদিকদের জানিয়েছেন। অন্যদিকে পৌরসভা ও স্থানীয় এল.জি.ই.ডি প্রশাসন ঠিকাদার প্রতিষ্ঠান কে কি করেছেন এই নিয়ে এলাকাবাসিদের মধ্যে নানা প্রশ্ন বেধে উঠেছে। প্রায় ৩ বছর পাড় হয়ে গেলেও কটিয়াদী- পাকুন্দিয়া আসনের স্থানীয় এমপি রাস্তার বিষয়ে কি ভূমিকা রেখেছেন এই নিয়ে এলাকাবাসীর মধ্যে প্রশ্ন রয়েছে। এটা কি উন্নয়নের রোলমডনের মধ্যে পড়ে না। কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল কে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধি কে বলেন, আমি ২ মাস আগে যোগদান করেছি। এই রাস্তা উন্নয়নের সম্পর্কে তিনি অবগত নন বলে উল্লেখ করেন।