চৌমুহনী সরকারী এস.এ কলেজে প্রাক্তন ছাত্রছাত্রী এ্যালামনাই এসোসিয়েশান এর পক্ষ থেকে বৃক্ষ রোপন করা হয়।
সোমবার সকালে অধ্যক্ষ মোঃ আবুল বাশার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কলেজ আঙ্গিনায় গাছ রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন। এসোসিয়েশান এর স্বমন্বয়ক আবদুল্লাহ আল সায়েমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাফর ইকবাল রূপক, ইমরান নূর রাফি, ইয়াছিন সুমন, অভি সাহা, রাহিদুল ইসলাম সহ সদস্য বৃন্দ। এরপর কলেজ আঙ্গিনায় শতাদিক ফলজ, বনজ, ঔষুধী গাছ রোপন করা হয়।