কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভায় করোনা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১০০০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
সোমবার (২আগষ্ট) সকালে হোসেনপুর পৌরসভা কার্যালয়ে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পৌরসভার মেয়র মো. আবদুল কাইয়ুম খোকন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল কাসেম, পৌর কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক, কাজল মিয়া, রবি হোসেন, লুৎফর রহমান রাসেল, নাজমুল হক লিমন ও শামীম খান প্রমুখ।
জানা যায়, ২০২১-২০২২ অর্থবছরে কোভিড-১৯সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পৌরসভার হতদরিদ্রদের মধ্যে এ বরাদ্দ দেয়া হয়।
৯টি ওয়ার্ডের হতদরিদ্র মানুষ ১ কেজি চাউল, ১ কেজি ডাল ও ১ কেজি লবন পেয়েছে।
খাদ্য সহায়তা নিতে আসা ধূলজুরী গ্রামের জহুরা খাতুন বলেন, সরকারের চাউল, ডাল ও লবন পেয়ে আমার খুব আনন্দ লাগছে।