গাজীপুরের কালীগঞ্জ উপজেলা বিএনপি'র প্রতিষ্ঠাকালীন সদস্য, মোক্তারপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক, তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ গভর্ণিংবডির একাধিকবার নির্বাচিত অভিভাবক প্রতিনিধি আবদুস সাত্তার শেখ শনিবার রাত ৯ টায় মোক্তারপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহির রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন বার্ধ্যক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মরহুমের নামাজে জানাজা রোববার ( ১ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় ঐতিহ্যবাহী একডালা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজার পূর্বে স্মৃতিচারণ করে আবেগঘন বক্তব্য রাখেন মরহুম আবদুস সাত্তার শেখের ঘনিষ্ঠ বন্ধু কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ খন্দকার আজিজুর রহমান পেরা, মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক নয়ন, সাধারণ সম্পাদক এবাদুল্লাহ শেখ দুলাল, সাংগঠনিক সম্পাদক মজনু মিয়া, কালীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোঃ আলীনূর হাসান, গাজীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, বিশিষ্ট ব্যংকার মজিবুর রহমান হিরণ, তারাগঞ্জ এইচ এন উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের গণিত বিভাগের অধ্যাপক আওলাদ হোসেন সরকার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট সাংবাদিক শামসুল হুদা লিটন, তারাগজ্ঞ স্কুল শাখার ধর্মীয় শিক্ষক মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম। তাঁর জানাজার নামাজে কাপাসিয়া-কালীগঞ্জ উপজেলা সহ আশপাশের অনেক গুণগ্রাহী মুসল্লি অংশগ্রহণ করেন।
তিনি ৩ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, সামাজিক-রাজনৈতিক জীবনের বন্ধু ও গুণগ্রাহী রেখে গেছেন। মোক্তারপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মরহুম আবদুস সাওার শেখ ছিলেন একজন সমাজ হিতৈষী ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। স্থানীয় তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের জনপ্রিয় অভিভাবক প্রতিনিধি হিসেবে শিক্ষার ও অবকাঠামোগত উন্নয়নে নিরলসভাবে আমৃত্যু চেষ্টা ও সাধনা করে গেছেন। মরহুমের মৃত্যুতে তারাগঞ্জ অঞ্চলে শোকের ছায়া নেমে আসে।
এছাড়া মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি একেএম ফজলুল হক মিলন, সদস্য সচিব কাজী ছাইয়েদুল আলম বাবুল, কাপাসিয়া উপজেলা বিএনপির অভিভাবক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।