কিশোরগঞ্জের বাজিতপুর-নিকলী আসনের তৃতীয়বারের সংসদ সদস্য আলহাজ মো: আফজাল হোসেন গতকাল রবিবার দুপুর ১২ টায় স্বপ্ন গ্রুপ অব লিঃ এর মালিক আমিনুল হাসান লিটন এর পক্ষে পরিচালক মাস্টার ইব্রাহিম খান, ম্যানেজার প্রিয়ম রায়, মো: বিল্লাল মিয়ার উপস্থিতিতে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য ১ হাজার পিচ কে-এন-৯৫, দুটি অত্যাধুনিক হাইফ্লোনেজেবল সহ অন্যান্য সামগ্রী হস্তান্তর করেন। একই সঙ্গে এইসব সামগ্রী উদ্ভোধন করেন স্থানীয় এমপি আলহাজ মো: আফজাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছা: মোরশেদা খাতুন, উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলনাহার ফারুক, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: জালাল উদ্দিন, বাজিতপুর বাজার চেম্বার অব কর্মাসের সভাপতি সানোয়ার আলী শাহ্ সেলিম, স্থানীয় এমপির পি.এস আকরামুল হক রুবেল, বাজিতপুর থানার তদন্ত কর্মকর্তা মো: নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।