করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেছে নোয়াখালীর চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতি। দুপুরে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার দাসের হাতে এই অক্সিজেন সিলিন্ডার তুলে দেয়া হয়। এ সময় সংগঠনের সভাপতি হুমায়ুন কবির, কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সল, সম্পাদক আবুল খায়ের, অর্থ সম্পাদক শহিদুর রহমান স্বপন, ক্রীড়া সম্পাদক মো: মাসুম, শ্রম বিষয়ক দিন মোহাম্মদ সুমন সহ অনেকে উপস্থিত ছিলেন। একই ভাবে ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সাধারণ করোনা রোগীদের বিনামূল্যে সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে।