চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ বুলারতালুক এলাকায় গতকাল রবিবার ভোর ৬টার চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী মাক্রোর সাথে বিপরীতগামী মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রো চালক কক্সবাজারস্থ খুটাখালী গ্রামের ছৈয়দ আলমের ছেলে মো: আবছার (২৫)নিহত হয় ।এসময় আহত হয় মাইক্রোবাসের যাত্রী আকি আক্তার (৩০),মো: বেলাল(২০),নাজমা আক্তার(১৭)ও মো:সোহাগ(৩৬)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে ও পরে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি দুইটি আটক করেন। দোহাজারী হাইওয়ে থানার ইনচার্জ আবদুর রউব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।