কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের পংমসূয়ার সাবেক মেম্বার হাজী বাইতুল মেম্বার দীর্ঘদিন ধরে নিজ পুকুর থেকে বালু উত্তোলন করে আসছেন বলে এলাকায় অভিযোগ রয়েছে। তার ভয়ে আশেপাশের ধানীজমির মালিকরা কথা বলতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। রোববার সরেজমিন গিয়ে খোঁজ নিয়ে দেখা গেছে, ওই বালু খেকো এলাকার মানুষদের জমি ভেঙ্গে যাওয়ার হুমকি রয়েছে। কিন্তু সে উপজেলা প্রশাসনকেও বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আসছেন বলে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এ ছাড়া কটিয়াদী বিভিন্ন ইউনিয়নে ও বালু খেকোরা একই কায়দায় বালু উত্তোলন করে আসছে র্দীঘদিন ধরে। কিন্তু এলাকার নিরীহ মানুষরা প্রতিবাদ করতে পারছেন না বলে অনুরোপভাবে অভিযোগ উঠেছে। রোববার বিকেলে কটিয়াদী উপজেলা নিবার্হী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল এর সঙ্গে মঠোফোনে এই প্রতিনিধি যোগাযোগ করলে তিনি বলেন, বালু খেকোদের বিষয়ে কঠোর পদক্ষেপ নিবেন বলে উল্লেখ করেন। মসূয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: সাইদুর রহমানকে মঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার সময় নেই বলে উল্লেখ করেন।