গোসল করতে নেমে নিখোঁজের তিন দিন পর পিরোজপুরে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ আজ শনিবার নদী থেকে পুলিশ উদ্ধার করেছে। নিহতের নাম ফারজিন খান (১২)। সে খুলনা জেলার লবনচরা উপজেলার জিন্নাপাড়া গ্রামের হাফিজ খানের পুত্র ও খুলনা শিপইয়ার্ড হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিলো।
স্থানীয়রা জানায়, ফারজিন সদর উপজেলার দক্ষিন পুখরিয়া গ্রামের নানা বজলুর রহমান মোল্লার বাড়ীতে বেড়াতে যায়। বৃহস্পতিবার দুপুরে নানা বাড়ির সামনের কালিগঙ্গা নদীর শাখা খালে মামাদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয়। খবর পেয়ে পিরোজপুর ও বরিশাল ফায়ার সার্ভিসের দুটি দল অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। শুক্রবার গভীর রাতে কলাখালী ইউনিয়নের বড় কৈবর্তখালী গ্রামের ডাক্তার বাড়ির সামনে স্থানীয়রা ফারজিনের লাশ কালিগঙ্গা নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। বিষয়টি পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.জ.মো: মাসুদুজ্জামান নিশ্চিত করেছেন। তিনি জানান খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।