রংপুরের পীরগাছায় নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে সাইড দেওয়াকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের মারপিটে বর-বউসহ ৮ জন গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে ৬ জনকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার বড় হায়াত খাঁ গ্রামের জনৈক ইয়াকুব আলীর বাড়ি সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গতকাল শনিবার পীরগাছা থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার ইটাকুমারী ইউনিয়নের ছোট হায়াত খাঁ গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে হাসান মিয়ার নববিবাহিত স্ত্রী মোছাঃ আছমা বেগমকে নিয়ে শ^শুড় বাড়ি বিহারী গ্রাম থেকে অটো রিক্সা যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তারা বড় হায়াত খাঁ গ্রামের জনৈক ইয়াকুব আলীর বাড়ি সংলগ্ন সড়কে পৌছিলে রাস্তার সাইড দেওয়াকে কেন্দ্র করে ওই গ্রামের আখের আলীর ছেলে নুর আলম, বক্কর মিয়ার ছেলে শহিদুল ইসলামের সাথে অটো চালক রেজাউল করিমের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে নুর আলম, শহিদুল ইসলাম তাদের ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে সাঙ্গপাঙ্গদের নিয়ে তাৎক্ষনিক ভাবে অটো চালক ও যাত্রী নববধূ-বর ও তার স্বজনদের উপর হামলা চালায়। হামলাকারীরা ঘটনার সময় বড় লাগেজের ভিতর থাকা ৩০ হাজার টাকা, ৪ হাজার টাকার প্রসাধনী, নববধূ ও তার স্বজনের গলায় থাকা দুইটি স্বণের চেইন এবং বিয়ের বাড়ি থেকে দেয়া আসবাবপত্র ছিনিয়ে নেয়। হামলাকারীদের বেদম মারপিটে নারী-পুরুষসহ ৮ জন গুরুতর আহত হয়। এদের মধ্যে বর হাসান মিয়া (২২), নববধূ আছমা বেগম (২০), বরের মা জাহানারা বেগম (৪৫), দাদী জাহেদা বেগম (৭০), নানী ছকিনা বেগম (৬৫) ও অটো চালক রেজাউল করিম (২৪)কে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় আসামীরা মহিলাদের পড়নের কাপড় চোপড় ছিড়ে ফেলে এবং বরের নানীর মুখের দাত ভেঙ্গে ফেলে। এ ঘটনায় বর হাসান মিয়ার পিতা জাহাঙ্গীর মিয়া গতকাল শনিবার পীরগাছা থানায় একটি এজাহার দায়ের করেছেন। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগযোগ করা হলে তারা কথা বলতে রাজি হননি।
এ ব্যাপারে পীরগাছা থানার ওসি তদন্ত আব্দুস শুকুর মিয়া বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।