সারা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মৃত্যুর মিছিল থামাতে সরকার দেশের জনগণকে প্রতিশেধক টিকার আওতায় আনতে চায়। এজন্য ব্যাপক প্রস্তুতি শুরু করেছে সরকার। শুধু মহানগর উপজেলা নয়, এবার ইউনিয়ন পর্যায়ে টিকা দেয়া শুরু হচ্ছে আগামী ৭ আগস্ট থেকে। অনলাইনে নিবন্ধনের প্রয়োজন নেই নাগরিক আইডি বা জন্ম সনদ প্রদর্শন করলেই স্পষ্ট নিবন্ধন করে টিকা নেয়া যাবে। সপ্তাহে ৬০ লাখ মানুষকে টিকা দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে। দেশের ১৩ হাজার ৮০০ ওয়ার্ডে টিকা কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া হবে টিকা। আর অভিজ্ঞ স্বাস্থ্য কর্মীরা টিকা দেবেন। যদিও সেখানে ডাক্তার বা নার্স থাকবেন না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা সংরক্ষণ করা হবে। টিকা দেওয়ার দিন কোল্ড বক্সে নিয়ে গিয়ে টিকা দেবে। যেখানে অন্য রোগের টিকা দেওয়া হয়েছে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেফার টিকা এবং চীনের সিনোফার্মের টিকা তুলনামূলক কম তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। তাই সেগুলো ইউনিয়ন পর্যায় পাঠানো হবে। মডার্না,ফাইজারের টিকা সিটি করপোরেশন এলাকায় দেওয়া হবে। যাতে তাপমাত্রার কারণে কোনো সমস্যা না হয়। দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে এভাবে করোনার টিকার আওতায় আনা হবে।
এদিকে দেশের টিকা আসতে শুরু করেছে। তাই শুরু হয়েছে টিকাদানের ব্যাপক প্রচারণা। শুক্রবার বাদে সপ্তাহের ছয় দিন ৬০ লাখ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এখন পর্যন্ত ২১ কোটি ডোজ টিকা পাওয়ার নিশ্চয়তা পাওয়া গেছে। এরমধ্যে চীনের সিনোফার্মের ৩ কোটি অক্সফোর্ডের আস্ট্রাজেনেকার ৩ কোটি, কোভ্যাক্সের ৭ কোটি ডোজ, রাশিয়া ১ কোটির ডোজ ও জনসন এ- জনসনের ৭ কোটি ডোজ রয়েছে। আগামী আগস্ট মাসে চীন থেকে আরও ৪০-৫০ লাখ টিকা আসবে। কোভ্যাক্স সহায়তা থেকে অক্সফোর্ডের ১০ লাখ ও ফাইজারের ৬০ লাখ টিকা আগামী সেপ্টেম্বর মাসের শুরুতে আসার কথা রয়েছে। রাশিয়ার সাথে খুব দ্রুতই টিকার চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। চুক্তি হলে রাশিয়া থেকে প্রথম ধাপে পাওয়া যাবে ১০ লাখ টিকা। সব মিলিয়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ২ কোটি টিকা পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। এর বাইরে চীনের সহায়তায় চিনা টিকা উৎপাদনের প্রক্রিয়া চলছে।
দেশে অক্সফোর্ড আস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় রয়েছে অনেকে। ভারত টিকা রপ্তানি বন্ধ করায় অক্সফোর্ড আস্ট্রাজেনেলা টিকা দেওয়ার ১৫ লাখ ২১ হাজার মানুষের দ্বিতীয় ডোজের টিকা দেয়া অনিশ্চিত হয়ে যায়। কোভ্যাক্স সহায়তার মাধ্যমে জাপান থেকে আসা টিকা দিয়ে আগামী আগস্টের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে পারে এ টিকা কার্যক্রম। জাপান থেকে কোভ্যাক্স সহায়তার মাধ্যমে আড়াই লাখ অক্সফোর্ড আস্ট্রাজেনেকার টিকা দেশে এসেছে। আজ ৩০ জুলাই আরও ৫ লাখ টিকা দেশে পৌঁছেছে।
সব মিলিয়ে করোনা প্রতিষেধক টিকা দিয়ে এবার মানুষ বাঁচাবার উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে এ উদ্যোগ আরো আগে নিলে ভালো হতো। মৃত্যুর তালিকা হয়তো এত বড় হতো না। শুধু ভারত থেকে টিকা আমদানির সিদ্ধান্ত ভুল প্রমাণিত হওয়ায় সরকার বিকল্প পথে নানা উৎস থেকে টিকা সংগ্রহ করে সেই ভুল সংশোধন করতে সক্ষম হয়েছেন বলা যায়। এখন দেশের জনগণ সচেতন হয়ে নিজ নিজ উদ্যোগে টিকা গ্রহণের জন্য এগিয়ে আসলেই মঙ্গল। আশা করি নিজেদের স্বার্থেই জনগণ সুশৃঙ্খল ভাবে টিকা গ্রহণ করবেন। নিজে বাঁচবেন দেশের জনগণকে বাঁচাবেন।